পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Slams BJP: একুশে বাংলায় খুঁটিপুজো চব্বিশে বিজেপির বিসর্জন, কটাক্ষ অভিষেকের

তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে এখন পর্ব বর্ধমানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেখানে এক সভা থেকে বলেন, 21 এ বাংলায় খুঁটিপুজো 24 এ বিজেপির বিসর্জন ৷

Abhishek Slams BJP:
Abhishek Slams BJP:

By

Published : May 13, 2023, 6:37 PM IST

Updated : May 13, 2023, 7:45 PM IST

পূর্ব বর্ধমানের কুসুমগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কুসুমগ্রাম (পূর্ব বর্ধমান), 13 মে: 2021 সালে বাংলায় খুঁটিপুজো হয়েছিল ৷ 2024 সালে বাংলার মাটি থেকেই বিসর্জন দেওয়া হবে । পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রামের হাটতলার জনসভা থেকে বিজেপিকে এই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । শনিবার বিকালে নবজোয়ার কর্মসূচির অঙ্গ হিসেবে জনসভা করতে আসেন । এ দিন প্রথম থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন বিজেপির প্রতি আক্রমণাত্মক । কর্ণাটকে বিজেপির হারকেও কটাক্ষ করে তিনি ৷

অভিষেক বলেন, ‘‘বাংলায় হেরেছিল ৷ আজ কর্ণাটকে ভোকাট্টা হয়েছে । তাই আগামী পঞ্চায়েত হোক বা লোকসভা হোক নিজের অধিকার নিয়ে ভোট দিন । দিল্লির কাছে তৃণমূল কংগ্রেস বশ্যতা স্বীকার করবে না ।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা লড়ব । আপনাদের আবাস আর একশো দিনের টাকা দিল্লি থেকে ছিনিয়ে আনব । নিজেদের পঞ্চায়েত গড়তে, দিল্লির বুক থেকে অধিকার ছিনিয়ে আনতে হবে । এক ইঞ্জি জমিও আমরা ছাড়ব না । আপনাদের অধিকার আমরা ছিনিয়ে আনব ৷’’ অভিষেকের কথায়, পূর্ব বর্ধমান জেলার মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি । 2021 সালে তৃণমূল সরকার গড়ার লড়াইয়ে অন্যতম ভূমিকা ছিল এই জেলার । আর কোচবিহার থেকে তৃণমূলের যে নবজোয়ার কর্মসূচি শুরু হয়েছিল, তা জনজোয়ারে পরিণত হয়েছে ।

পূর্ব বর্ধমানের কুসুমগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়

একশো দিনের টাকা আদায় ও আবাস যোজনার টাকা বিজেপি আটকে রেখেছে বলে অভিযোগ করেন তিনি ৷ তাই সেই টাকা আদায়ের জন্য সাধারণ মানুষকে নিয়ে তিনি দিল্লি যাওয়ার বার্তা দেন । তিনি বলেন, ‘‘তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শেষ হবে আর জুলাই মাসে দশ লক্ষ লোক নিয়ে দিল্লি যাব । দেখব কে আটকে রাখে? বর্ধমানে 16টা আসনের মধ্যে 16টি আসনেই তৃণমূলকে আপনারা জিতিয়েছিলেন ।’’ তাঁর দাবি, সাম্প্রদায়িক সম্প্রীতি, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রীকে সামনে রেখে মানুষ ভোট দিয়েছিলেন । যে বিষয়বস্তুকে সামনে রেখে মানুষ ভোট দিয়েছিলেন, সব কিছুই বাস্তবায়িত হয়েছে । তাই একশো দিনের টাকা, আবাসের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার ৷ সেই টাকা কেন্দ্রের কাছ থেকে আদায় করা হবে বলেও তিনি জানান ৷

পূর্ব বর্ধমানের কুসুমগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়

একই সঙ্গে তিনি বলেন, ‘‘কাকে পঞ্চায়েতে প্রার্থী চান গোপন ব্যালটে ভোট দিন । মানুষ যাকে চাইবে তাকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবে । আমি তিন মাস অন্তর পর্যালোচনা করব । আমি নিজে দেখব । এলাকার পঞ্চায়েতকে শক্তিশালী করব । আমি লড়াই করব । আপনারা সঙ্গে থাকুন । আগামিদিন দিল্লি থেকে অধিকারের টাকা ছিনিয়ে নিয়ে আসব ।’’

পূর্ব বর্ধমানের কুসুমগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন:বাংলার পথ অনুসরণ করেই কর্ণাটকের মানুষ হারিয়েছে বিজেপিকে: অভিষেক

Last Updated : May 13, 2023, 7:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details