বর্ধমান, 15 মার্চ:বেশ কয়েকদিন ধরেই রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Siddiqullah Chowdhury) ও মেমারি 2 নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ ইসমাইলের মধ্যে কোন্দল শুরু হয়েছে (TMC Inner Clash)। শুধু তাই নয়, তৃণমূল নেতা মহম্মদ ইসমাইলকে গ্রেফতার করতে হবে, সেই গ্রেফতার করতে পুলিশ দেরি করছে কেন সেই প্রশ্ন তুলে তোপ দাগেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এমনকী পুলিশ যদি তাঁকে গ্রেফতার না-করে তাহলে রাস্তায় নেমে আন্দোলন করার হুমকিও দিয়েছেন মন্ত্রী। যা নিয়ে দলের অন্দরে নেতা কর্মীরা রীতিমতো বিরক্ত। বিষয়টি তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের কানেও পৌঁছেছে।
মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সাংবাদিকদের জানান, জেলাশাসকের কাছে একটা চিঠি দিয়েছি যেখানে প্রশ্ন তোলা হয়েছে, সাতগেছিয়াতে রবীন্দ্র-নজরুল কলেজের জন্য জমি প্রায় কোটি টাকার সম্পত্তি রবীন্দ্র-নজরুল অর্গানাইজিং কমিটির সম্পাদক নিজের নামে নথিভুক্ত করেন। সেই সম্পাদক হচ্ছেন মেমারি 2 নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ ইসমাইল। কীভাবে ইসমাইল সেই জমি নিজের নামে নথিভুক্ত করেছেন সেটা দেখার জন্য জেলাশাসকের কাছে আবেদন করেছেন মন্ত্রী।