পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আউশগ্রামে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ, আহত 6 - আউশগ্রামে তৃণমূলের সংঘর্ষ

আউশগ্রামের বেরেন্ডা প্রাথমিক স্কুল থেকে জয়কৃষ্ণপুর মির্ধাপাড়া পর্যন্ত পাকা রাস্তার কাজের জন্য টেন্ডার হয়েছিল । রাস্তা তৈরি করার ঠিকাদার সংস্থা সেখানকার তৃণমূলের দুই গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে নেয় । এরপরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায় । এই ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ ।

tmc inner clash
আউশগ্রামে তৃণমূলের সংঘর্ষ

By

Published : Jun 11, 2020, 11:07 PM IST

আউশগ্রাম, 11জুন : রাস্তা নিয়ে গন্ডগোলের জেরে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল আউসগ্রামের জয়কৃষ্ণপুর গ্রামে। সংঘর্ষে দুই পক্ষের মোট 6 জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে বননবগ্রাম হাসপাতলে ভরতি করা হয় । সেখান থেকে তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ব্লকের বেরেন্ডা পঞ্চায়েত এলাকার বেরেন্ডা প্রাথমিক স্কুল থেকে জয়কৃষ্ণপুর মির্ধাপাড়া পর্যন্ত পাকা রাস্তার কাজের জন্য টেন্ডার হয়েছিল। কিন্তু লকডাউনের জন্য সেই কাজ থমকে যায় । এদিকে গ্রামে তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠী থাকায় ঠিকাদার সংস্থা তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়। সেইমতো তারা কথা বলে আকবর শেখের অনুগামীদের সঙ্গে। পরে তারা লতিফ শেখের অনুগামীদের সঙ্গেও আলোচনা করে। এরপরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায় । ঘটনায় ছয়জন আহত হয় ।



তৃণমূল কর্মী ইমদাদুল শেখ অভিযোগ করে বলেন, "আকবর শেখ তার দলবল নিয়ে ঠিকাদার সংস্থার সঙ্গে বোঝাপড়া করে তোলাবাজি করার চেষ্টা করছিল । আমরা জানতে পেরে বাধা দেওয়াতে আমাদের উপর হামলা করেছে। "

অন্যদিকে লতিফ শেখ গোষ্ঠীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলে আকবর শেখ। বেরেন্ডা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি হালিম শেখ বলেন, "পুরনো বিবাদের জেরে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়েছে। এর সঙ্গে রাস্তার কোনও সম্পর্ক নেই।"

ABOUT THE AUTHOR

...view details