বর্ধমান, 15 ডিসেম্বর: একের পর এক জায়গায় সামনে আসছে আবাস যোজনায় (Awas Yojana) থাকা তৃণমূল নেতা-নেত্রীদের নাম ৷ এর আগে আবাস যোজনায় নাম এসেছিল পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতির ৷ এবার পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম উঠল ওই গ্রাম পঞ্চায়েতেরই সদস্যর (TMC gram panchayat member) ।
রায়না 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্যর নাম হল ফতেমা বিবি শেখ । চলতি বছরের ডিসেম্বর মাসে আবাস যোজনার তালিকা প্রকাশ করা হয়েছে ৷ সেই তালিকায় ফতেমা বিবির নাম রয়েছে । অথচ বর্ধমানের বিজয়রাম এলাকায় রাস্তার ধারে রয়েছে তাঁর বিলাসবহুল পাকা বাড়ি । পাশাপাশি শুধু ফতেমা নন, তাঁর পরিবারের আরও ছয় জনের নামও আবাস যোজনার তালিকায় (Awas Yojana list) রয়েছে । আর যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।
যদিও ওই সদস্যর দাবি, 2016 সালে যখন তালিকায় নাম উঠেছিল তখন তাঁর পাকা বাড়ি ছিল না । তাই তিনি আবেদন করেছিলেন । কিন্তু এখন তাঁর পাকা বাড়ি রয়েছে ৷ তাই তালিকায় নাম দেখার পরেই তিনি গ্রাম প্রধানের কাছে আবেদন করেছেন তাঁর নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ।