পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayet Elecetion 2023: বড়শুলে তৃণমূলের মারে মাথা ফাটল সিপিএম কর্মীর, তৃতীয়দিনেও মনোনয়ন ঘিরে অশান্তি অব্যাহত রাজ্যে

মনোনয়ন জমা দেওয়া ঘিরে তৃণমূল-সিপিএমের সংঘর্ষ ৷ ঘটনায় এক সিপিএম কর্মীর মাথা ফেটেছে বলে অভিযোগ ৷ পালটা প্রতিরোধ গড়ে তুলল সিপিএমও ৷

Etv Bharat
মনোনয়ন জমাকে ঘিরে তৃণমূল, সিপিএমের সংঘর্ষ

By

Published : Jun 12, 2023, 4:37 PM IST

Updated : Jun 12, 2023, 5:01 PM IST

মনোনয়ন জমাকে ঘিরে তৃণমূল, সিপিএমের সংঘর্ষ

বড়শুল (পূর্ব বর্ধমান), 12 জুন:নির্বাচন কমিশন যাই বলুক, যাই দাওয়াই দিক না কেন, মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র তৃতীয় দিনেও অবস্থার কোনও পরিবর্তন ঘটল না ৷ রবিবার বিরতির পর সোমবারও মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের বড়শুল এলাকা। তবে পালটা রুখে দাঁড়াতে দেখা গেল সিপিএম কর্মীদেরও ৷ ঘটনায় মাথা ফেটেছে এক সিপিএম কর্মীরও ৷

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে গত দু'দিনের উত্তেজনার ছবি দেখেছে বঙ্গ ৷ এরপরই মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে 144 ধারা জারি, মনোনয়নের ভিডিয়োগ্রেফি করা-সহ একাধিক দাওয়াই দিতে দেখা গিয়েছে নির্বাচন কমিশনকে ৷ কিন্তু 'কাকস্য পরিবেদনা', সোমবারও মনোনয়ন জমা দিতে গিয়ে আক্রান্ত হলেন সিপিএমের কর্মীরা ৷ অভিযোগের তীর শাসকদলের দিকে ৷ দু'পক্ষের চরম সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন পুলিশ কর্মীও ৷

এদিন মনোনয়ন জমা দেওয়ার জন্য দলীয় পতাকা নিয়ে বিডিও অফিসের দিকে যাচ্ছিলেন সিপিএমের কর্মী-সমর্থকরা। অন্যদিকে হাজির হয় তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। আর দু'পক্ষ মুখোমুখি এলেই শুরু হয় সংঘর্ষ ৷ এমনকী এলোপাথাড়ি ইট, পাথর ছোড়া হয় বলেও অভিযোগ ৷ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। অভিযোগ, পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু'পক্ষ ৷ ঘটনায় এক সিপিএম কর্মীর মাথা ফেটে যায় বলেও অভিযোগ।

এরপরই পালটা আক্রমণ করে সিপিএম ৷ শুরু হয় নির্বিচারে ইট বৃষ্টি। ইটের আঘাতে একজন পুলিশ কর্মী আহত হয়েছেন। তাঁর পায়ে আঘাত লাগে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পরে দু'পক্ষকেই সরিয়ে কোনওরকমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। সিপিএমের অভিযোগ, এদিন তাদের প্রার্থীরা গ্রাম পঞ্চায়েতের জন্য দল বেঁধে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মীরা লাঠি, বাঁশ নিয়ে তাদের উপরে হামলা চালায়। ঘটনায় তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয় বলেও অভিযোগ সিপিএমের। কয়েকজনের মাথা ফেটে যায়। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পালটা অভিযোগ, সিপিএমের কর্মীরা মনোনয়ন জমা দেওয়ার নাম করে বাঁশের মাথায় তাদের দলীয় পতাকা লাগিয়ে গাড়ি ভাঙচুর করতে শুরু করে। এছাড়া সিপিএম কর্মীরা ইট, পাথর ছুড়েছে বলেও অভিযোগ তৃণমূলের ৷ তাদের ইটের আঘাতে তৃণমূল কর্মীদের পাশাপাশি পুলিশও আহত হয়েছে।

আরও পড়ুন:পঞ্চায়েতে লড়াই হবে চোখে চোখ রেখে, তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর

ঘটনায় কপাল ফেটে রক্ত ঝড়তে দেখা যায় এক সিপিএমের কর্মী প্রশান্ত মণ্ডলের। রক্তাক্ত অবস্থাতেই তিনি জানান, এদিন তাঁরা মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় লাঠি-রড নিয়ে বাধা দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তারা বাধা না-মেনে এগোতে গেলে তাদের উপরে হামলা চালায় এমনকী তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সিপিএমের দাবি, তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গিয়েছে। তাই মনোনয়ন জমা বাধা দিচ্ছে। আর পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে। রীতিমতো হুমকির সুরে সিপিএম কর্মীদের দাবি, তাদের দশ মিনিট ছেড়ে দিলে তারাও বুঝে নেবেন।

Last Updated : Jun 12, 2023, 5:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details