কালনা, 16 মার্চ : কালনা পৌরসভার চেয়ারম্যান ঘোষণা হওয়ার পরে আনন্দ দত্তকে মানতে চায়নি তৃণমূল কংগ্রেসের একাংশ । শুরু হয় তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ । পরিস্থিতি সামাল দিতে সেখানে ছুটে যান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । মন্ত্রীর সঙ্গেও কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু (Kalna Municipality Oath Clash) । পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে মন্ত্রীর সামনেই পৌরসভার বিল্ডিং থেকে ঝাঁপ দিতে যান এই কাউন্সিলর । ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কালনা পৌরসভায় । পরে কাউন্সিলরদের ভোটাভুটির জেরে নতুন পৌরপ্রধান নির্বাচিত হন তপন পোড়েল । তবে দলের তরফে কারও নাম এখনও ঘোষণা করা হয়নি ৷
চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে কালনা পৌরসভাতে শপথ নেওয়ার দিন ছিল আজ । কিন্তু কাউন্সিলরদের মধ্যে বেশ কয়েকজন চেয়ারম্যান আনন্দ দত্তকে মানতে চাননি । সেই খবর জানার পরই প্রতিবাদে সরব হলেন চেয়ারম্যান আনন্দ দত্তর অনুগামীরা । তাঁরা কালনা পৌরসভার সামনে বসে প্রতিবাদ জানিয়ে বলেন, দলের নির্দেশ সকলকে মানতে হবে । এরপরেই তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে মন্ত্রীর কথা কাটাকাটি শুরু হয় । তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, কালনা পৌরসভার 18টি আসনের মধ্যে 12 জন কাউন্সিলর হচ্ছেন কালনার ভাইস-চেয়ারম্যান তপন পোড়েলের অনুগামী বলে পরিচিত । বাকিরা কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগের অনুগামী বলে পরিচিত । তপন পোড়েলের অনুগামীদের আশা ছিল, তপন পোড়েলকে কালনার চেয়ারম্যান করা হবে । কিন্তু তৃণমূলের জেলা সভাপতি কালনা পৌরসভার চেয়ারম্যান হিসেবে আনন্দ দত্ত ও ভাইস-চেয়ারম্যান হিসেবে তপন পোড়েলের নাম ঘোষণার পরেই ক্ষোভে ফুঁসতে থাকে তপন পোড়েলের অনুগামীরা ।