পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Subhashree Ganguly : অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাবাকে হেনস্থার অভিযোগ - দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়

অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়কে হেনস্থা করার অভিযোগ উঠল বর্ধমান পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহম্মদ আলি ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Subhashree Ganguly Father
অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাবাকে হেনস্থার অভিযোগ

By

Published : Nov 16, 2021, 10:55 AM IST

বর্ধমান, 16 নভেম্বর : অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ উঠল বর্ধমান পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহম্মদ আলি ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । বিষয়টি দেবপ্রসাদবাবু তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন বলে খবর । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাবা 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক । দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের শ্যালিকা অনিতা গাটকারি স্থানীয় দু'টি স্কুলে স্যানিটাইজার টানেল দেওয়ার পরিকল্পনা করেন । সেই অনুযায়ী দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় বর্ধমান পুরসভার 5 নম্বর ওয়ার্ডের দুবরাজদিঘি হাইস্কুল ও 6 নং ওয়ার্ডের রেলওয়ে বিদ্যাপীঠ স্কুলে সেই টানেল দেওয়ার জন্য যোগাযোগ করেন । প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে সোমবার যখন দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় ও তাঁর শ্যালিকা-সহ অন্যান্যরা দুবরাজদিঘি হাইস্কুলে টানেল লাগাতে যান, ঠিক সেই সময় 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহম্মদ আলি ও নুরুল আলমের নেতৃত্বে বেশ কিছু তৃণমূল কর্মী লাঠি-রড, বন্দুক নিয়ে তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ । ঘটনায় দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে থাকা তিনজন তৃণমূল কর্মী আহত হয় বলে জানা গিয়েছে ।

অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাবাকে হেনস্থার অভিযোগ

আরও পড়ুন: কলকাতার ব্যবসায়ী খুনে পুলিশের জালে আরও এক সুপারি কিলার

দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, "আমার শ্যালিকা দু'টি স্কুলে স্যানিটাইজার প্যানেল দেবেন বলে মনস্থির করায় দু'টি স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করি । সেই মতো আজ দুবরাজদিঘি হাইস্কুলে যাই উদ্বোধনের জন্য । হঠাৎ করে কাউন্সিলর মহম্মদ আলি এসে বলেন, এসব চলবে না । কে অনুমতি দিয়েছে এই কাজের জন্য । এরপরেই অস্ত্র, লাঠি দিয়ে আমাদের ছেলেদের বেধড়ক মারধর করে । তিনজন ছেলে গুরুতর আহত হয়েছে । বিষয়টি দলকে জানিয়েছি । বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানানো হবে ।"

অভিযোগ অস্বীকার করে তৃণমূল যুব নেতা নুরুল আলম বলেন, "নিজের প্রচারের চেষ্টা চলছিল । তিনি দলের নাম করে নোংরামি করছিলেন । উনি কোনওদিন দলের সঙ্গে যুক্ত ছিলেন না । এছাড়াও স্কুলের তরফে অনুমতি দেওয়া হয়নি এটা লাগানোর জন্য । তাই আমরা প্রতিবাদ করেছি । তিনি কার বাবা, কার শ্বশুর এইসব বললে দল চলবে না ।"

ABOUT THE AUTHOR

...view details