পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গাড়িতে পুলিশ থাকে তাই স্টিকার: দিলীপ ঘোষ - police

উল্লেখ্য, গতকাল বিজয় সংকল্প দিবস পালন করতে রাজ্য জুড়ে বাইক র‍্যালির আয়োজন করেছিল BJP।  দিলীপবাবুও র‍্যালিতে অংশগ্রহণ করেন। গতকাল তিনি যে গাড়িটি ব্যবহার করেছিলেন তাতে দলের প্রতীকের স্টিকারের পাশে "পুলিশ" লেখা একটি স্টিকার সাঁটা ছিল।

দিলীপ ঘোষ

By

Published : Mar 4, 2019, 11:45 PM IST

বর্ধমান, ৪ মার্চ : "যারা চোর, তারা সবাইকেই চোর মনে করে। আমার গাড়িতে পুলিশ থাকে তাই পুলিশের স্টিকার সাঁটানো আছে।" বর্ধমান টাউনহলে BJP-র দলীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে আজ একথা বলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

উল্লেখ্য, গতকাল বিজয় সংকল্প দিবস পালন করতে রাজ্য জুড়ে বাইক র‍্যালির আয়োজন করেছিল BJP। দিলীপবাবুও র‍্যালিতে অংশগ্রহণ করেন। গতকাল তিনি যে গাড়িটি ব্যবহার করেছিলেন তাতে দলের প্রতীকের স্টিকারের পাশে "পুলিশ" লেখা একটি স্টিকার সাঁটা ছিল।

তৃণমূলের অভিযোগ, দিলীপবাবুর গাড়িতে সকালে পদ্মফুলের স্টিকার আর রাতে তোলা তোলার জন্য পুলিশের স্টিকার লাগানো থাকে। বিষয়টি নিয়ে অখিল শী নামে এক ব্যক্তি দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর এর জবাবে দিলীপবাবু আজ বলেন, "কেন্দ্র আমায় সিকিউরিটি দেয়। CISF-এর পাঁচ জওয়ান আমার সঙ্গে থাকেন। যাঁরা জানেন না তাঁরা অজ্ঞ। তাঁদের কাজই হল অভিযোগ করা।"

তিনি আরও বলেন, "আমি কুম্ভস্নান করে ফিরছিলাম। সেই সময় আমার সঙ্গে গাড়িতে দলীয় কর্মীরা ছিলেন। ছিলেন সুরক্ষা কর্মীরাও। ওই গাড়িতে যে আমি ছিলাম সেটা টোল ট্যাক্স কাউন্টারের কর্মীরা যাতে বোঝেন, তাই গাড়িতে প্রতীকের স্টিকার রাখা ছিল। সুরক্ষার জন্য আমাকে মাঝেমধ্যেই গাড়ি বদল করতে হয়।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details