পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

4 শতাংশ মহার্ঘ ভাতা নিয়ে বর্ধমানে ডান-বাম কাজিয়া, বাকি ডিএ নিয়ে ফের আন্দোলনের হুঁশিয়ারি - মহার্ঘ ভাতা

DA Issue in Bardhaman: মুখ্যমন্ত্রীর 4 শতাংশ ডিএ ঘোষণা নিয়ে বিক্ষোভ বাম কর্মচারী সংগঠনের ৷ তাদের সামনেই মহার্ঘ ভাতা বৃদ্ধিতে খুশি হয়ে গলা ফাটাল শাসকদলের কর্মচারী সংগঠন ৷ বর্ধমানে দুই পক্ষের কাজিয়া ৷

Etv Bharat
4 শতাংশ মহার্ঘ ভাতা নিয়ে বর্ধমানে ডান-বাম কাজিয়া

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 10:35 PM IST

বর্ধমান, 22 ডিসেম্বর: রাজ্য সরকারের 4 শতাংশ মহার্ঘ ভাতা তথা ডিএ ঘোষণা নিয়ে ডান-বামের তরজা তুঙ্গে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণাকে একদিকে যেমন তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন
নতুন বছরের উপহার বলে দাবি করছেন সেখানে বাম কর্মচারী ইউনিয়ন রাজ্য কো-অর্ডিনেশন কমিটি বাকি ডিএ আদায়ের দাবিতে ফের পথে নামার হুঁশিয়ারি দিচ্ছে ।

শুক্রবার দুপুরে বর্ধমান সদর মহকুমাশাসকের অফিসের সামনে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি বিক্ষোভ দেখাতে শুরু করে । ঠিক তাদের পাশেই জড়ো হয়ে সরকারের নামে জয়ধ্বনি দিতে শুরু করে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মীরা । যা নিয়ে শুরু হয় রাজনৈতিক কাজিয়া ।

বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি ডিএ সরকারী কর্মচারীদের নৈতিক অধিকার । অথচ রাজ্য সরকার 4 শতাংশ ডিএ ঘোষণা করে তাদের দয়া দাক্ষিণ্য দেখাচ্ছে । 4 শতাংশ দেওয়ার পরেও বকেয়া রয়েছে আরও 36 শতাংশ । অথচ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন 46 শতাংশ হারে ডিএ পায় । অথচ ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার পরে রাজ্য সরকারী কর্মচারীদের ডিএ-র পরিমাণ 10 শতাংশ ।

যদিও রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির মতে, মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়ে 4 শতাংশ ডিএ দেওয়ায় তারা খুশি । কেন্দ্র যেভাবে এই রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে সেই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে আমাদের কথা ভেবেছেন সেই জন্য তারা আন্তরিকভাবে কৃতজ্ঞ ।

এই বিষয়ে রাজ্য কো-অর্ডিনেশন কমিটির প্রাক্তন সম্পাদক করালী চট্টোপাধ্যায় বলেন, "ডিএ সরকারের দয়ার দান নয় । কর্মচারীরা 40 শতাংশ মহার্ঘভাতা নিয়ে লড়াই করছে । অথচ সরকারের তোষামোদকারী কিছু মানুষ আছে যারা তোষামোদ করা ছাড়া অন্য কোনও কাজ করে না । আমাদের কাজ কর্মচারীদের স্বার্থ রক্ষা করা । বিপুল পরিমাণ পেনশন হোল্ডার আছেন যারা পরিবার নিয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছেন । এই অবস্থায় চার শতাংশ ডিএ বাড়ানো মানে তাদের কিছুই হবে না । কারণ যারা পেনশনভোগী তাদের এতে দু-পাঁচশো টাকা বাড়বে । সেই টাকায় তাদের কি লাভ হবে ? তাই 4 শতাংশে আমরা ভুলছি না । আমরা 40 শতাংশই আদায় করে ছাড়ব । আগামী দিনে প্রশাসনকে ঘেরাও করে দাবি জানাব ।"

রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ সাঁই বলেন, "আরও বেশি ডিএ পেলে আমরাও অনেক বেশি খুশি হতাম । কেন্দ্রের কাছে রাজ্যের বিপুল অংকের টাকা বকেয়া রয়েছে । সেখানে কেন্দ্র রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে । সরকারের আর্থিক সংকট রয়েছে । কিন্তু এতকিছুর পরেও মুখ্যমন্ত্রী এতটাই মানবিক যে, যেসব প্রকল্প সাধারণ মানুষের জন্য তিনি ঘোষণা করেছেন সেই সব প্রকল্প সবই চালু রেখেছেন । যারা বলছেন খুশি নয় তারা তো আদালতে কেস করেছেন । কিন্তু সুপ্রিম কোর্ট আজ পর্যন্ত রায় ঘোষণা করেনি । এক্ষেত্রে রাজ্য সরকারও সিদ্ধান্ত নিতে পারত যে আদালতে সমস্যা না মেটা পর্যন্ত কোনও ডিএ দেওয়া হবে না । কিন্তু আমাদের ফেডারেশনের আবেদনে সাড়া দিয়ে চরম আর্থিক সংকটের মধ্যেও তারা ডিএ ঘোষণা করেছে । আর যারা মনে করছে এই ডিএ নেওয়া ভিক্ষার সমান তাহলে তাদের উদ্দেশ্যে বলব টিআর ফর্ম ফিলাপ করে সেই টাকা ফেরত দিয়ে প্রতিবাদ জানাক ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details