বর্ধমান, 7 ডিসেম্বর : কালনার তৃণমূল কংগ্রেস নেতা ইনশান মল্লিক খুনের প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলছেন, বিরোধী BJP ও CPI(M) মিলে ইনশানকে খুন করেছে । তবে উলটো কথা বলছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান তথা মৃত ইনশানের বিবি শিউলি মল্লিক নাম না করে তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন । মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুন হয়েছে ইনশান । CID তদন্তের দাবিও জানানো হয়েছে তাদের পরিবারের তরফে ।
সংবাদমাধ্যমের সামনে ইনশানের বিবি শিউলি বলেন, তৃণমূল নেতা রাজকুমার পান্ডের নেতৃত্বে তাঁর স্বামীকে খুন করা হয়েছে । রাজকুমার পান্ডে কোন দলের নেতা জানতে চাইলে তিনি বলেন, "সেটা সবাই জানে ।" স্থানীয় সূত্রে খবর, রাজকুমার ওই এলাকারই তৃণমূল নেতা ।
এবিষয়ে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনশান মল্লিকের জন্যই লোকসভায় তৃণমূলের ভোট বেড়েছিল । যেটা বিরোধীদের কাছে আতঙ্কের কারণ ছিল । সেই কারণেই বিরোধী CPI(M), BJP-র দুষ্কৃতীরা ইনশানকে গুলি করে খুন করে । ইনশান খুব ভালো সংগঠক ছিলেন । তাঁর চলে যাওয়ায় দলের ক্ষতি হল । "