কাটোয়ায় নাড্ডার সভা ঘিরে কড়া নিরাপত্তা - সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা
কাটোয়ার মুস্থুলি ময়দানে জনসভা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এখান থেকেই তিনি কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচির সূচনা করবেন। এছাড়া 5 জন কৃষকের বাড়ি গিয়ে এক মুঠো করে চাল সংগ্রহ করবেন। তাঁর সুরক্ষার জন্য সভাস্থানের প্রতিটি জায়গা আলাদা করে ঘিরে ফেলা হয়েছে । কোনওভাবেই যাতে ডায়মন্ড হারবারের মতো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় , তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন । আজ জে পি নাড্ডার সঙ্গে তাঁর সভামঞ্চে যাঁরা থাকবেন ইতিমধ্যেই তাঁদের কোরোনা টেস্ট করা হয়েছে। সংগৃহীত সেই চাল দিয়ে আগামী 25 থেকে 30 জানুয়ারি সাধারণ মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করবে বিজেপি নেতৃত্ব। এছাড়া কৃষকদের সমস্যা নিয়ে তাঁদের সঙ্গে আলোচনাও করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
মঞ্চের প্রস্তূতি
Last Updated : Jan 9, 2021, 12:02 PM IST