মঙ্গলকোট, 6 জানুয়ারি: বাইকের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হল 3 জনের (Road Accident At Mangalkot)। এদের মধ্যে দুই ভাই রয়েছে। বৃহস্পতিবার সন্ধে নাগাদ দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন আসিফ ইকবাল শেখ (25),মনিরুল শেখ(14) ও নজরুল শেখ (20)। গুরুতর আহত অবস্থায় 3 জনকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলকোটের কৈচর-2 পঞ্চায়েতের দুর্মুঠ গ্রামের বাসিন্দা সেলিম শেখের দুই ছেলে নজরুল শেখ ও মনিরুল শেখ বীরভূমে পিসির বাড়ি যাবে বলে বাড়ি থেকে বের হয়। নজরুল কাটোয়া কলেজের বিএ তৃতীয় বর্ষের ছাত্র, মনিরুল নবম শ্রেণির ছাত্র। এদিন তারা প্রতিবেশী কলম শেখের ছেলে আসিফ ইকবালের বাইকে চেপে রওনা দেয়। কাটোয়া-বর্ধমান রাজ্য সড়কে যজ্ঞেশ্বরডিহি বাসস্ট্যান্ড এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।