কাটোয়া, 19 সেপ্টেম্বর : দুটি পৃথক পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে । ঘটনায় আহত হয়েছেন একজন । মৃতদের মধ্যে এক দম্পতি রয়েছেন । আজ দুর্ঘটনা দুটি ঘটে কালনা ও কাটোয়ায় ।
দুটি দুর্ঘটনায় মৃত্যু দম্পতিসহ তিনজনের - পূর্বস্থলীর বরডাঙ্গা
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বস্থলীর বরডাঙার কাছে একটা পিক আপ ভ্যান চারচাকা গাড়িতে ধাক্কা মারলে নির্মল দেবনাথ ও তাঁর স্ত্রী মলিনা দেবনাথের মৃত্যু হয় । অন্যদিকে কালনা কাটোয়া রোডে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক মজুরের মৃত্যু হয়েছে ।
![দুটি দুর্ঘটনায় মৃত্যু দম্পতিসহ তিনজনের road accident](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:57:25:1600522045-wb-bwn-01a-katwaaccident-7204528-19092020185228-1909f-1600521748-636.jpg)
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাটোয়ার পানুহাট এলাকার বাসিন্দা নির্মল দেবনাথ ভাড়া গাড়িতে চেপে কাটোয়া থেকে নবদ্বীপে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন । পূর্বস্থলীর বরডাঙার কাছে একটা পিক আপ ভ্যান চারচাকা গাড়িতে ধাক্কা মারলে নির্মল দেবনাথ ও তাঁর স্ত্রী মলিনা দেবনাথের মৃত্যু হয় ।
অন্যদিকে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক মজুরের মৃত্যু হয়েছে । পুলিশ জানিয়েছে, মৃতের নাম হৃদয় কর্মকার । আজ ঘটনাটি ঘটেছে পুরোনো কালনা কাটোয়া রোডে । ওই ব্যক্তি সাইকেল নিয়ে কাটোয়ার দাইহাটে যাচ্ছিলেন । ট্রাক্টরটি তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয়।