বর্ধমান, 7 জুন : আজ সকালে হঠাৎই ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের ফলস সিলিং ৷ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন ৷ আহতদের প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে ৷
ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের ফলস সিলিং, আহত 3 পরিযায়ী শ্রমিক - বর্ধমান স্টেশন
পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা চলাকালীন ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের ফলস সিলিং ৷ দুর্ঘটনায় তিন পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন ৷
স্থানীয় সূত্রে খবর, আজ পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা চলছিল স্টেশনে ৷ সে সময় স্টেশনের সামনে নবনির্মিত ফলস সিলিংয়ের একটা অংশ ভেঙে পড়ে ৷ ঘটনায় তিনজন আহত হন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে রেলওয়ে পুলিশ ৷ রেলের তরফে জানানো হয়, বড় কোনও দুর্ঘটনা ঘটেনি ৷
পূর্ব বর্ধমানের নাদনঘাট এলাকার বাসিন্দা শেখ শামিম বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য স্টেশনে লাইন দিয়েছিলেন তিনি ৷ সে সময় স্টেশনের সামনের দিকের ফলস সিলিংয়ের একটা অংশ মাথার উপর ভেঙে পড়ে ৷ তাঁর মাথায় ও ঘাড়ে চোট লেগেছে ৷