পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

PPE কিট নিয়ে বর্ধমান মেডিকেলে কোনও সমস্যা নেই, জানালেন জেলাশাসক - Bardhaman

বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসকরা প্রয়োজনে PPE কিট পাচ্ছেন না বলে অভিযোগ যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন । জানালেন জেলাশাসক ।

PPE kit
বর্ধমান

By

Published : Apr 16, 2020, 8:14 PM IST

বর্ধমান, 16 এপ্রিল : বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসকরা PPE কিট পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছিল ৷ কিন্তু তা সম্পূর্ণ ভিত্তিহীন ৷ আজ একথা জানালেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী । তিনি বলেন, রাজ্যের অসংগঠিত ক্ষেত্র সহ আরও কয়েকটি ক্ষেত্রে বিধিসম্মত ছাড়ের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কীভাবে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে , সেই বিষয়ে গাইডলাইন দিয়েছেন মুখ্যসচিব ৷


জেলাশাসক বলেন , নতুন নির্দেশিকা অনুযায়ী লকডাউনের সময় শ্রমিকদের কাজে ছাড় দিতে হবে ৷ কীভাবে কতটা ছাড় দেওয়া হবে সেই দায়িত্ব মালিকদের নিতে হবে । 30 জুন পর্যন্ত যাদের লাইসেন্স আছে সেক্ষেত্রে তাদের কোনও রিনিউয়াল ফিজ় লাগবে না । পাশের গ্রাম থেকে যেসব শ্রমিকরা কাজ করতে অন্য গ্রামে যাবেন , তাঁদের আসার অনুমতি দেওয়া হবে । তাঁরা কোথায় থাকবেন সেই ব্যবস্থা মালিককে করতে হবে । ভিন জেলা থেকে আসা শ্রমিকরা যাঁরা 14 দিন কোয়ারান্টাইনে আছেন , তাঁরা কীভাবে ফিরে যাবেন সেই নির্দেশিকাও আসবে ।


জেলাশাসক আরও বলেন , সোশাল মিডিয়ায় কেউ পোস্ট করেছেন বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসকরা প্রয়োজনে PPE কিট পাচ্ছেন না । এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর । PPE কিট নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কোনও সমস্যা নেই । কারা এই ভুয়ো পোস্ট করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছেন , তা খতিয়ে দেখছে জেলা পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details