কাটোয়া, 5 ফেব্রুয়ারি : যুবককে গুলি করে খুন কাটোয়ায় ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে ওই যুবককে গুলি করে খুন করে দুষ্কৃতীরা । মৃত যুবকের নাম রথীন বিশ্বাস (30) । বাড়ি কাটোয়া শহরের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় । পুলিশের অনুমান, ব্যক্তিগত আক্রোশের জেরেই রথীন বিশ্বাসকে খুন করা হয়েছে ।
যুবককে গুলি করে খুন কাটোয়ায় - যুবককে গুলি করে খুন কাটোয়ায়
রাতে কাটোয়া কলেজের পিছন দিক থেকে বাড়ি ফিরছিলেন রথীন ৷ সুযোগ বুঝে তখনই গুলি চালায় দুষ্কৃতীরা ।
খুন কাটোয়ায়
স্থানীয়দের বক্তব্য, রাতে কাটোয়া কলেজের পিছন দিক থেকে বাড়ি ফিরছিল রথীন । সে সময় রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা ছিল । সুযোগ বুঝে তখনই গুলি চালায় দুষ্কৃতীরা । রাস্তায় দেহ পড়ে আছে দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ।
ওই যুবক জমি বাড়ির ব্যবসা করত ৷ পুলিশের কাছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল , সে একবার গ্রেপ্তারও হয় ।
Last Updated : Feb 5, 2020, 12:21 PM IST