পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শাবককে খেয়েছে মা চিতাবাঘ - বর্ধমানের রমনা বাগান

বন দপ্তর সূত্রে খবর কোথাও উধাও হয়ে যায়নি ওই ছোট্ট শাবক ৷ জানা গেছে, ওই চিতার শাবককে তার মা চিতাবাঘ কালী খেয়ে ফেলেছে । মা চিতার মল পরীক্ষা করে বন দপ্তর সেটা জানতে পেরেছে ।

শাবককে খেয়ে ফেলল মা চিতা
শাবককে খেয়ে ফেলল মা চিতা

By

Published : Sep 21, 2020, 11:56 PM IST

বর্ধমান, 21 সেপ্টেম্বর : দিন কয়েক আগে বর্ধমানের রমনা বাগানে জন্ম নিয়েছিল ধ্রুব ও কালীর নতুন সন্তান । স্বভাবতই পশুপ্রেমীদের পক্ষে কাছে সেটা ছিল রীতিমতো আনন্দের খবর । ধ্রুব ও কালী রমনা বাগানের দুই চিতাবাঘ। কিন্তু গত শনিবার চিতার শাবককে আর দেখা যায়নি। শুরু হয় ব্যাপক খোঁজাখুঁজি । কড়া নিরাপত্তা গলে চিতাবাঘের খাঁচা থেকে কী করে ছোট্ট শাবক উধাও হয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

তবে বন দপ্তর সূত্রে খবর কোথাও উধাও হয়ে যায়নি ওই ছোট্ট শাবক ৷ জানা গেছে, ওই শাবককে তার মা চিতাবাঘ কালী খেয়ে ফেলেছে । মা চিতার মল পরীক্ষা করে বন দপ্তর সেটা জানতে পেরেছে । রমনা বাগানকে ঢেলে সাজানোর জন্য উত্তরবঙ্গ থেকে দুটি চিতাবাঘকে আনা হয়েছিল । কোরোনা পরিস্থিতির জেরে এখন বন্ধ রমনাবাগান মিনি জু। কয়েকদিন আগে সেখানে সন্তানের জন্ম দিয়েছিল কালী। বন দপ্তর আশা করেছিল নতুন ছোট্ট অতিথিকে দেখার জন্য ভিড় জমাবে ছোটো ছোটো শিশু ও তাদের অভিভাবকেরা। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল মা চিতাবাঘ।

বর্ধমানের আঞ্চলিক বন আধিকারিক দেবাশিস শর্মা বলেন, ‘‘ছোট্ট শাবককে তার মা খেয়ে ফেলেছে। চিতার মল পরীক্ষা করে এই রিপোর্ট পাওয়া গেছে।’’

ABOUT THE AUTHOR

...view details