বর্ধমান, 21 সেপ্টেম্বর : দিন কয়েক আগে বর্ধমানের রমনা বাগানে জন্ম নিয়েছিল ধ্রুব ও কালীর নতুন সন্তান । স্বভাবতই পশুপ্রেমীদের পক্ষে কাছে সেটা ছিল রীতিমতো আনন্দের খবর । ধ্রুব ও কালী রমনা বাগানের দুই চিতাবাঘ। কিন্তু গত শনিবার চিতার শাবককে আর দেখা যায়নি। শুরু হয় ব্যাপক খোঁজাখুঁজি । কড়া নিরাপত্তা গলে চিতাবাঘের খাঁচা থেকে কী করে ছোট্ট শাবক উধাও হয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
তবে বন দপ্তর সূত্রে খবর কোথাও উধাও হয়ে যায়নি ওই ছোট্ট শাবক ৷ জানা গেছে, ওই শাবককে তার মা চিতাবাঘ কালী খেয়ে ফেলেছে । মা চিতার মল পরীক্ষা করে বন দপ্তর সেটা জানতে পেরেছে । রমনা বাগানকে ঢেলে সাজানোর জন্য উত্তরবঙ্গ থেকে দুটি চিতাবাঘকে আনা হয়েছিল । কোরোনা পরিস্থিতির জেরে এখন বন্ধ রমনাবাগান মিনি জু। কয়েকদিন আগে সেখানে সন্তানের জন্ম দিয়েছিল কালী। বন দপ্তর আশা করেছিল নতুন ছোট্ট অতিথিকে দেখার জন্য ভিড় জমাবে ছোটো ছোটো শিশু ও তাদের অভিভাবকেরা। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল মা চিতাবাঘ।
শাবককে খেয়েছে মা চিতাবাঘ - বর্ধমানের রমনা বাগান
বন দপ্তর সূত্রে খবর কোথাও উধাও হয়ে যায়নি ওই ছোট্ট শাবক ৷ জানা গেছে, ওই চিতার শাবককে তার মা চিতাবাঘ কালী খেয়ে ফেলেছে । মা চিতার মল পরীক্ষা করে বন দপ্তর সেটা জানতে পেরেছে ।
শাবককে খেয়ে ফেলল মা চিতা
বর্ধমানের আঞ্চলিক বন আধিকারিক দেবাশিস শর্মা বলেন, ‘‘ছোট্ট শাবককে তার মা খেয়ে ফেলেছে। চিতার মল পরীক্ষা করে এই রিপোর্ট পাওয়া গেছে।’’