পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা মুক্ত সমাজ গড়াই প্রথম কাজ, শপথ নিয়ে বললেন মন্ত্রীরা - কোভিড-19

স্বপন দেবনাথ জানিয়েছেন, এই সময় তাঁর প্রধান উদ্দেশ্য এলাকাবাসীকে করোনা বিষয়ে সচেতন করা ৷

করোনা মুক্ত সমাজ গড়াই প্রথম কাজ, শপথ নিয়ে বললেন মন্ত্রী
করোনা মুক্ত সমাজ গড়াই প্রথম কাজ, শপথ নিয়ে বললেন মন্ত্রী

By

Published : May 11, 2021, 6:46 AM IST

বর্ধমান, 11মে : তৃতীয় বারের জন্য মন্ত্রী হিসেবে শপথ নিয়ে করোনা দূর করাই প্রথম কাজ বলে মনে করছেন রাজ্যের প্রাণী সম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ । সোমবার রাজ্যের মন্ত্রী সভায় তৃতীয় বারের জন্য মন্ত্রী হিসেবে শপথ নেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ । রাজ্যের মন্ত্রী সভায় জায়গা পেয়েছেন মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীও ।

এদিন মন্ত্রী স্বপন দেবনাথ ফোনে ইটিভি ভারতকে বলেন, "আজ তৃতীয় বারের জন্য মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি । নেত্রীর নির্দেশে করোনা নিয়ে মানুষকে সচেতন করা, মানুষকে বাঁচানোসহ যত রকম ভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় সেই চেষ্টাই করছি । এটাই এখন আমাদের প্রথম কাজ । মানুষকে সচেতন করার পাশাপাশি বেশ কিছু কাজও করতে হবে । ভোটের সময় দেখেছি রক্তের একটা সংকট দেখা দিয়েছে । নির্বাচনের দিন শেষ হয়ে যাওয়ার পরেই আমি নিজে উদ্যোগ নিয়ে কালনা হাসপাতালে রক্তের অভাব দূর করার জন্য তিন চারটে ক্যাম্প করেছিলাম । সেখানে 235 বোতল রক্ত দেওয়া গিয়েছে । কয়েকদিন পরে আরও একটা ক্যাম্প করছি ।"

স্বপন দেবনাথ আরও জানিয়েছেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন করোনাকে জয় আমাদের করতেই হবে । সেইমতো তাঁরা করোনা মুক্ত সমাজ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন । অন্যদিকে দ্বিতীয় বারের জন্য মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে মহম্মদ সিদ্দিকুল্লা চৌধুরীও করোনা বিষয়ক সচেতনতার দিকেই মূলত জোর দিচ্ছেন বলে জানিয়েছেন ।

আরও পড়ুন :শহরের নার্সিংহোমগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব বিধায়ক খোকন দাস

ABOUT THE AUTHOR

...view details