পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পূর্বস্থলীতে বাড়ছে ভাগীরথীর ভাঙন, পরিদর্শনে মন্ত্রী - ব্যান্ডেল কাটোয়া রেললাইন

প্রতি বছর বর্ষায় পাড় ভাঙে ভাগীরথীর । ইতিমধ্যেই পূর্বস্থলীর জালুইডাঙা থেকে শ্মশানঘাট যাওয়ার রাস্তা জলের তলায় চলে গেছে । জলের তলায় যেতে পারে রেললাইনও । ফলে ব্যান্ডেল-কাটোয়া লাইনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে ।

The erosion of Bhagirathi is increasing railway line is nearby
ভাগীরথীর ভাঙন ঘুরে দেখলেন মন্ত্রী

By

Published : Jun 30, 2020, 4:24 AM IST

Updated : Jun 30, 2020, 5:45 AM IST

পূর্বস্থলী, 30 জুন : ভাগীরথীর ভাঙন নিয়ে আগেই আশঙ্কাপ্রকাশ করেছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । গতকাল পূর্বস্থলীতে ভাঙন পরিদর্শনে যান তিনি । সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু সহ অন্যান্যরা ।

প্রতি বছর বর্ষায় পাড় ভাঙে ভাগীরথীর । ইতিমধ্যেই পূর্বস্থলীর জালুইডাঙা থেকে শ্মশানঘাট যাওয়ার রাস্তা ভাগীরথীর ভাঙনে জলের তলায় চলে গেছে । কিছুটা দূর দিয়ে গেছে ব্যান্ডেল-কাটোয়া রেললাইন। বিষয়টিতে হস্তক্ষেপ না করলে রেললাইন জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে । ফলে ব্যান্ডেল-কাটোয়া রেললাইন বন্ধের আশঙ্কা করা হচ্ছে ।

জেলাশাসক বিজয় ভারতী বলেন, ভাঙন পরিদর্শন করে দেখেছেন তাঁরা । কিছুটা দূর দিয়ে গেছে রেললাইন । তবে যেভাবে পাড় ভাঙছে তাতে রেললাইন জলের তলায় চলে যেতে পারে ।

স্বপন দেবনাথ বলেন, "পূর্বস্থলী এক নম্বর ব্লকের জালুইডাঙা এলাকায় ব্যান্ডেল-কাটোয়া যে রেললাইন আছে তার 20 মিটারের কাছাকাছি গঙ্গার ভাঙন চলে এসেছে । রেলকে বলা হয়েছে । তারা ব্যবস্থা না নিলে রেললাইন জলের তলায় চলে যেতে পারে । জেলাশাসক নিজে বিষয়টি দেখে গেলেন । রেলকে ফের জানানো হবে ।"

Last Updated : Jun 30, 2020, 5:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details