পূর্বস্থলী, 30 জুন : ভাগীরথীর ভাঙন নিয়ে আগেই আশঙ্কাপ্রকাশ করেছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । গতকাল পূর্বস্থলীতে ভাঙন পরিদর্শনে যান তিনি । সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু সহ অন্যান্যরা ।
প্রতি বছর বর্ষায় পাড় ভাঙে ভাগীরথীর । ইতিমধ্যেই পূর্বস্থলীর জালুইডাঙা থেকে শ্মশানঘাট যাওয়ার রাস্তা ভাগীরথীর ভাঙনে জলের তলায় চলে গেছে । কিছুটা দূর দিয়ে গেছে ব্যান্ডেল-কাটোয়া রেললাইন। বিষয়টিতে হস্তক্ষেপ না করলে রেললাইন জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে । ফলে ব্যান্ডেল-কাটোয়া রেললাইন বন্ধের আশঙ্কা করা হচ্ছে ।