পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাতে পুজোমণ্ডপে স্বেচ্ছাসেবক কারা, নাম চাইল জেলা প্রশাসন

নিরঞ্জনের আগে পর্যন্ত প্রত্যেকদিন রাতে পুজো কমিটির স্বেচ্ছাসেবক কিংবা কমিটির সুনির্দিষ্ট কোনও সদস্যের পুজোমণ্ডপে রাতে উপস্থিত থাকা আবশ্যিক ৷ নির্দেশ পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের ৷

বর্ধমান
বর্ধমান

By

Published : Oct 14, 2020, 3:02 PM IST

Updated : Oct 14, 2020, 4:19 PM IST

বর্ধমান, 13 অক্টোবর : পুজোর কটা দিন মণ্ডপে রাতে পুজো কমিটির কোন স্বেচ্ছাসেবকরা থাকবেন, সেই নামের তালিকা থানায় জমা দেওয়ার নির্দেশ দিল জেলা পুলিশ প্রশাসন। মঙ্গলবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে পুজো কমিটিগুলির সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকে দেওয়া গাইডলাইনে এমনই নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

জেলা পুলিশ ও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, পুজোর সময় অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক ব্যবহার করতে হবে। কারণ সামাজিক দূরত্ব বজায় না রাখলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা। সেই সঙ্গে মাস্ক ছাড়া কোনওভাবেই প্রতিমা দর্শন করতে দেওয়া যাবে না বলেও প্রতিটি পুজো কমিটিকে নির্দেশ দেওয়া হয় ।

পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, "নিরঞ্জনের আগে পর্যন্ত প্রত্যেকদিন রাতে পুজো কমিটির স্বেচ্ছাসেবক কিংবা কমিটির সুনির্দিষ্ট কোনও সদস্যের পুজোমণ্ডপে রাতে উপস্থিত থাকা আবশ্যিক ৷ নির্দিষ্ট দিনে মণ্ডপে কারা উপস্থিত থাকবেন আগে থেকেই সেই তালিকা সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে ।"

তিনি আরও বলেন, "উৎসবের আবহকে নষ্ট করে দেওয়ার জন্য কিছু শক্তি তৎপর হয়েছে । আমরা চাই না এই সুযোগে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটা কেউ নষ্ট করুক । সেই সুযোগ আমরা দিতে চাইছি না। পাশাপাশি পুজো কমিটিগুলোকে ফর্মে নিরঞ্জনের তারিখও উল্লেখ করতে নির্দেশ দেওয়া হয়েছে।"

Last Updated : Oct 14, 2020, 4:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details