পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুব তৃণমূলের সভায় দূরত্ব বজায় রাখা হয়নি, আত্মসমালোচনা সিদ্দিকুল্লাহ চৌধুরির - মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি

আজ সভায় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি দলের ভুল স্বীকার করে নিয়ে বলেন, ‘‘দূরত্ব বজায় রাখার জন্য খোলা জায়গায় সভা করা উচিত ছিল । এটা আমরা করতে পারিনি । এটা আমাদের ভুল ।’’

সিদ্দিকুল্লাহ চৌধুরি
সিদ্দিকুল্লাহ চৌধুরি

By

Published : Aug 23, 2020, 11:10 PM IST

বর্ধমান, 23 অগাস্ট : বর্ধমানে ‘‘ইয়ুথ ইন পলিটিকস’’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি ৷ যুব তৃণমূলের সভায় দূরত্ব বজায় রাখা হয়নি ৷ তাই দুরত্ব বজায় রাখার জন্য খোলা জায়গায় সভা করা উচিত ছিল বলে আত্মসমালোচনা করলেন তিনি । একই সঙ্গে বাংলাকে ভাগ করার চেষ্টা করছে BJP, এই বলে সমালোচনাও করলেন তিনি ।

রবিবার সংস্কৃতি লোকমঞ্চে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরির উপস্থিতিতে প্রায় 650 জন যুবক ‘‘ইয়ুথ ইন পলিটিক্সে’’ যোগ দিলেন । সভায় জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ-সভাধিপতি দেবু টুডু, প্রাক্তন সাংসদ মমতাজ সঙ্ঘমিতা, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক ও জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার প্রমুখরা উপস্থিত ছিলেন ।

যুব তৃণমূলের সভায় দূরত্ব বজায় রাখা হয়নি, আত্মসমালোচনা সিদ্দিকুল্লাহ চৌধুরির

আজ সভায় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি দলের ভুল স্বীকার করে নিয়ে বলেন, ‘‘দূরত্ব বজায় রাখার জন্য খোলা জায়গায় সভা করা উচিত ছিল । এটা আমরা করতে পারিনি । এটা আমাদের ভুল । তবে আমরা যথাসাধ্য স্বাস্থ্য পরিষেবা বিধি মেনে চলব । তবে এই সভায় 500 জনকে ডাকা হয়েছিল । এসেছে দেড় হাজার থেকে দুই হাজার মানুষ ।’’

তিনি বলেন, ‘‘এই বাংলায় BJP-র কোনও অবদান ছিল না । অথচ তারা বাংলাকে ভাগ করতে চায় । দেশকে ভাগ করতে চায় । বাঙালির অস্তিত্বকে বিলুপ্ত করতে চায় । বাঙালির জাতীয় সংহতিকে ছাড়খাড় করতে চায় । এর বিরুদ্ধে বাংলার যুব শক্তি বুক চিতিয়ে লড়াই করবে । তৃণমূল কংগ্রেস সব সময়ের জন্য আপনাদের পাশে থাকবে ।’’

ABOUT THE AUTHOR

...view details