পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দামোদরে স্নান করতে নেমে মৃত্যু কিশোরের - Damodar river

স্কুল পালিয়ে দামোদরে স্নান করতে গিয়েছিল দুই কিশোর ৷ কিন্তু ফের নদে নেমে তলিয়ে যায় একজন ৷

damodar river
Damodar river

By

Published : Mar 2, 2020, 11:57 PM IST

খণ্ডঘোষ, 2 মার্চ : দামোদরে স্নান করতে নেমে মৃত্যু হল এক কিশোরের ৷ নাম দেবজিৎ দাস ৷ সে বর্ধমানের কাঞ্চননগরের খর্গেশ্বরপল্লি এলাকার বাসিন্দা ৷

আজ দুপুরে স্কুল যাওয়ার নাম করে দামোদরে স্নান করতে গিয়েছিল দেবজিৎ দাস ও তার বন্ধু কৌশিক অধিকারী ৷ স্নান করে উঠে ফের নদে নামে দেবজিৎ ৷ আর তখনই তলিয়ে যায় সে ৷ তা দেখে কৌশিক চিৎকার করতে থাকে ৷ তার চিৎকারে আশপাশের বাসিন্দারা এসে দেবজিৎকে নদ থেকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

বর্ধমানের রথতলা হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র দেবজিৎ দাস ৷ তার বাবা পুলক দাস বলেন, "স্কুলে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে ছিল দেবজিৎ ৷ তারপর দামোদরে স্নান করতে আসে ৷ এই ঘটনার পর বাড়িতে খবর যায় ৷ তখনি আমরা জানতে পারি ৷" মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details