পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরস্কারের আশা করেননি পদ্মশ্রী প্রাপক সদাই ফকির

জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলের পড়ুয়াদের মাত্র দু'টাকার বিনিময়ে পড়ান সদাই ফকির । তাঁর এই অবদানকে সম্মান জানিয়ে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হবে কেন্দ্রীয় সরকারের তরফে ।

পদ্মশ্রী প্রাপক সুজিত চট্টোপাধ্যায়
পদ্মশ্রী প্রাপক সুজিত চট্টোপাধ্যায়

By

Published : Jan 26, 2021, 7:57 PM IST

আউশগ্রাম, 26 জানুয়ারি : তিনি সদাই ফকির । তাঁর পাঠশালায় দু'টাকার বিনিময়ে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দান করেন । এবার সেই সদাই ফকির অর্থাৎ শিক্ষক সুজিত চট্টোপাধ্যায় পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার । কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় খুশি বছর 77-এর সুজিতবাবু । তবে ছাত্র-ছাত্রীদের জন্য একটা কলেজ হলে ভালো হত- মনে করছেন সদাই ফকির ।

জঙ্গলমহলের আদিবাসী পড়ুয়াদের কাছে সদাই ফকির অতি পরিচিত একটি নাম । মাস্টারমশাইয়ের কাছে দূর-দূরান্ত থেকে দল বেঁধে পড়তে আসে আদিবাসী ছাত্র-ছাত্রীরা । মাত্র দু'টাকার বিনিময়ে তাঁদের পড়ান সুজিতবাবু । তাঁর পাঠশালার বাইরেও লেখা, "সদাই ফকির" । প্রত্যন্ত অঞ্চলের এমন এক শিক্ষককে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে । শিক্ষক সুজিত চট্টোপাধ্যায় কিন্তু এই বিষয়ে খুব খুশি । বললেন, "গতকাল আমাকে দিল্লি থেকে ফোন করে এই খবর জানানো হয় । আমার তো ভীষণ ভালো লাগছে । খুব খুশি আমি । কারণ গ্রামবাংলা থেকে অন্তত একজনকে তারা নির্বাচন করেছেন । এটি জঙ্গলমহল এলাকা । এই এলাকায় প্রায় 20 থেকে 22 কিলোমিটার দূর থেকে ছেলে মেয়েরা আমার কাছে পড়াশোনা করতে আসে । আমি একজন সাধারণ মাস্টারমশাই । এই সম্মান পাওয়ার যোগ্য আমি কোনওদিন হব সেটা ভাবিনি । যারা আমাকে নির্বাচন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই ।" সদাই ফকিরের আফশোস, গ্রাম বাংলায় এমন অনেক মানুষ আছেন, যাঁরা নীরবে কাজ করে যান । তাঁরা কোনওদিন স্বীকৃতি পাননা । সে ক্ষেত্রে তাঁর মতো একজনকে বেছে নেওয়ায় অত্যন্ত খুসি তিনি ।

আরও পড়ুন :সদাই ফকিরের পাঠশালা, গুরুদক্ষিণা বছরে মাত্র 2 টাকা

আউশগ্রামের রামনগর গ্রামের আশেপাশে কোনও কলেজ নেই । তাই স্থানীয় পড়ুয়াদের বহু দূর পর্যন্ত যেতে হয় । তাই এলাকায় একটা কলেজের প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করছেন । এই বিষয়ে পুরস্কার নিতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে জানাবেন তিনি । তাঁর মতে, এলাকায় একটা কলেজ হলে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করার জন্য আরও অনেক সময় পাবে । তার ফলে তাদের রেজাল্ট আগের থেকে অনেক ভাল হবে ।

পদ্মশ্রী প্রাপক সদাই ফকির

ABOUT THE AUTHOR

...view details