বর্ধমান, 16 জানুয়ারি:বর্ধমান শহরে (covid in Burdwan) করোনা সংক্রমণ হু হু করে বাড়তে থাকায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন । ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে জানানো হয়েছে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং রবিবার শহরের সমস্ত দোকানপাট বন্ধ থাকবে । সেই সঙ্গে চায়ের দোকান এবং খাবারের স্টল সাত দিন বন্ধ (tea stalls closed in Burdwan) থাকবে বলেও ওই নির্দেশিকায় জানানো হয়েছে । এই নির্দেশিকা জারির ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন চায়ের দোকানদাররা । সাতদিন ধরে দোকান বন্ধ থাকায় তাঁরা সংসার চালাতে পারছেন না । দোকান খোলার দাবিতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে জেলা চেম্বার অফ ট্রেডার্স ।
চায়ের দোকানের ব্যবসায়ীদের দাবি, তাঁরা ধার দেনা করে ছোটখাটো চায়ের স্টল বানিয়েছেন ৷ সেখান থেকে যা আয় হয়, তাই দিয়েই সংসার চলে । সাতদিন ধরে দোকান বন্ধ থাকার ফলে তাঁরা সংসার চালাতে পারছেন না । তার উপর বাজারে ধারদেনা থাকায় পাওনাদাররা রোজ এসে তাগাদা দিচ্ছেন ৷ জেলা প্রশাসন যেমন বিভিন্ন নিয়ম মেনে দোকান খোলার নির্দেশিকা দিয়েছে, তাঁদের দোকানও নিয়ম মেনে খুলতে দেওয়া হোক, এই আর্জি জানিয়েছেন তাঁরা ৷
আরও পড়ুন:Burdwan Covid Rule : কোভিড রুখতে নয়া নিয়ম বর্ধমানে, দেখে নিন কবে কোন দোকান বন্ধ