পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

tea stalls closed in Burdwan: কোভিড রুখতে 7 দিন বন্ধ চায়ের দোকান, সংসার চলছে না ব্যবসায়ীদের

কোভিড সংক্রমণ (covid in Burdwan) রুখতে প্রশাসনের নির্দেশিকায় 7 দিন ধরে বন্ধ চায়ের দোকান (tea stalls closed in Burdwan) ৷ ফলে সংসার চলছে না ব্যবসায়ীদের ৷ বিধি মেনে দোকান খোলার আর্জি জানালেন তাঁরা ৷

tea stalls closed for 7 days to prevent covid in Burdwan, sellers facing deep trouble
কোভিড রুখতে 7 দিন বন্ধ চায়ের দোকান, সংসার চলছে না ব্যবসায়ীদের

By

Published : Jan 16, 2022, 4:22 PM IST

বর্ধমান, 16 জানুয়ারি:বর্ধমান শহরে (covid in Burdwan) করোনা সংক্রমণ হু হু করে বাড়তে থাকায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন । ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে জানানো হয়েছে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং রবিবার শহরের সমস্ত দোকানপাট বন্ধ থাকবে । সেই সঙ্গে চায়ের দোকান এবং খাবারের স্টল সাত দিন বন্ধ (tea stalls closed in Burdwan) থাকবে বলেও ওই নির্দেশিকায় জানানো হয়েছে । এই নির্দেশিকা জারির ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন চায়ের দোকানদাররা । সাতদিন ধরে দোকান বন্ধ থাকায় তাঁরা সংসার চালাতে পারছেন না । দোকান খোলার দাবিতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে জেলা চেম্বার অফ ট্রেডার্স ।

চায়ের দোকানের ব্যবসায়ীদের দাবি, তাঁরা ধার দেনা করে ছোটখাটো চায়ের স্টল বানিয়েছেন ৷ সেখান থেকে যা আয় হয়, তাই দিয়েই সংসার চলে । সাতদিন ধরে দোকান বন্ধ থাকার ফলে তাঁরা সংসার চালাতে পারছেন না । তার উপর বাজারে ধারদেনা থাকায় পাওনাদাররা রোজ এসে তাগাদা দিচ্ছেন ৷ জেলা প্রশাসন যেমন বিভিন্ন নিয়ম মেনে দোকান খোলার নির্দেশিকা দিয়েছে, তাঁদের দোকানও নিয়ম মেনে খুলতে দেওয়া হোক, এই আর্জি জানিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন:Burdwan Covid Rule : কোভিড রুখতে নয়া নিয়ম বর্ধমানে, দেখে নিন কবে কোন দোকান বন্ধ

চায়ের দোকানের মালিক শেখ ইমতিয়াজ বলেন, "জেলা প্রশাসন চায়ের দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছে (Covid rules in Burdwan)। এর ফলে আমাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে । আমরা এখন খাবো কী । পাওনাদারেরা প্রতিদিন বাড়িতে এসে অশান্তি করছে । প্রশাসনের কাছে অনুরোধ, আপনারা যে নিয়ম বলবেন, তা মেনেই আমরা চায়ের দোকান চালাব ।"

চা ও ছোট দোকানের ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে বর্ধমানের চেম্বার অফ ট্রেডার্স । তাদের চেয়ারম্যান বিশ্বেশ্বর চৌধুরী বলেন, "আমরা চায়ের দোকানের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে অনুরোধ করেছি, যদি দোকান খোলা হয় তাহলে তাঁরা যেন প্রশাসনের যাবতীয় নিয়মকানুন মেনে চলেন । বিষয়টি আমরাও লক্ষ্য রাখব ।"

আরও পড়ুন: বর্ধমান পৌরসভার অডিট রিপোর্টে 23 কোটি টাকার দুর্নীতির অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details