বর্ধমান, 2 আগস্ট: অ্যাডমিট কার্ড ছাড়াই নেওয়া হয়েছে পিএইচডির কোর্সওয়ার্ক এমফিলের প্রথম সেমস্টারের পরীক্ষা । করোনা আবহে পরপর দু'বছর এইভাবেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়েছে (Taking exam without admit card Burdwan University is in controversy)। এই গুরুতর অভিযোগ তুলেছেন বর্ধমানের বাসিন্দা সত্রাজিৎ গোস্বামী । বিষয়টি জানিয়ে তিনি ইডি-কে চিঠিও পাঠিয়েছেন । যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
পিএইচডির কোর্সওয়াক এমফিলের প্রথম সেমস্টারের পরীক্ষার জন্য নিয়ম অনুযায়ী প্রথমে ফর্ম ফিলাপ করতে হয় । সেই ফর্ম ফিলাপের পরে ফিজ দেওয়ার পরে তা বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হয় । এরপর বিশ্ববিদ্যালয় তা খতিয়ে দেখার পরে সচিত্র অ্যাডমিট কার্ড ইস্যু করে । এরপর ওই পড়ুয়া পরীক্ষায় বসতে পারেন । অথচ দেখা হচ্ছে করোনা আবহের সময় পরপর দু'বছর এই পরীক্ষার জন্য কোনও অ্যাডমিট কার্ডই দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । অনলাইনেই নেওয়া হয়েছিল পরীক্ষা । শুধু তাই নয়, চলতি শিক্ষাবর্ষেও অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি । শুধুমাত্র রোল নম্বর (ডিআর) দেওয়া হয় । যা নিয়ে প্রশ্ন তুলে ইডি-কে জানিয়েছেন অভিযোগকারী । এই খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।