পূর্ব বর্ধমান, 27 ডিসেম্বর : সিপিআইএম এর পূর্ব বর্ধমানের নতুন জেলা সম্পাদক নির্বাচিত হলেন সৈয়দ হোসেন (Syed Hossain Become New District Secretary of East Burdwan CPIM) ৷ পূর্ব বর্ধমানের গলসির বাসিন্দা সৈয়দ হোসেন সাতের দশকে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন ৷ তিনি তৎকালীন বর্ধমান এসএফআই’র জেলা কমিটির সদস্য ছিলেন ৷ পরে গলসি লোকাল কমিটি ও গলসি জোনাল কমিটির সম্পাদক হন তিনি ৷
এর আগে কৃষক সভার জেলা সম্পাদক পদের দায়িত্বে ছিলেন সৈয়দ হোসেন । পাশাপাশি রাজ্য কমিটির সদস্যও ছিলেন তিনি । এ দিন সিপিআইএম’র জেলা সম্মেলনের শেষ দিনে তাঁকে জেলা সম্পাদক হিসেবে বেছে নেওয়া হয় ৷