কালনা, 17 মে : নারদ কাণ্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্য়ায়দের গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় স্বপন দেবনাথ ৷ সোমবার রাজ্যের দুই মন্ত্রী-সহ মোট চারজনকে গ্রেফতার করে সিবিআই ৷ ধৃতরা হলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্য়ায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্য়ায় ৷ নারদ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁদের ৷ যদিও তৃণমূলের অভিযোগ, রাজ্য়ে ভোটে হেরেই প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছে বিজেপি ৷ আর সেই কারণেই হঠাৎ করে তৎপর হয়ে উঠেছে সিবিআই ৷
গোটা ঘটনার প্রতিবাদে এদিন পূর্ব বর্ধমানের কালনার এসটিকেকে রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস ৷ বিক্ষোভে নেতৃত্ব দেন রাজ্যের প্রাণি সম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ ৷ তিনি বলেন, ‘‘রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরেই চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে ৷ দেশজুড়ে করোনার সংক্রমণ রুখতে মোদী সরকার ব্যর্থ হয়েছে ৷ সেই দিক থেকে নজর ঘোরাতেই এই ষড়যন্ত্র করা হয়েছে।’’