বর্ধমান, 4 জুন :সিঙ্গুরের আরওবি রেলের সম্পত্তি । ওই রেল ওভার ব্রিজ তৈরি করতে রেল বেশি টাকা খরচ করেছে । অথচ মুখ্যমন্ত্রী সব অস্বীকার করে এমন প্রচার করছেন যে আরওবিটা তাঁদের সম্পত্তি । সেই কারণে রেলের পক্ষ থেকে 10 জুন সেখানে প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের অনুষ্ঠান করা হবে । শুক্রবার রাতে বর্ধমান এসে একথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । পাশাপাশি মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে একহাত নেন তিনি ।
শুভেন্দু অধিকারী বলেন, "কামারকুণ্ডু রেলওয়ে ওভার ব্রিজ নির্মাণে উদ্যোগ নিয়েছিলেন স্থানীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায় । এই রেলওয়ে ওভার ব্রিজ তৈরি করতে মোট 46 কোটি টাকা খরচ হয়েছে । তার মধ্যে 18 কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার । বাকি টাকা ভারত সরকারের রেল দফতর ও রেল কর্পোরেশন মিলে 26 কোটি 70 লক্ষ টাকা দিয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন করেছেন তা দেখে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে এই রেলওয়ে ওভার ব্রিজ তৈরি করেছিলেন । তিনি যেমন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করেছেন এবং আমরা মনে করি এই আরওবি-টা রেলের সম্পদ । সে ক্ষেত্রে রেল অনুষ্ঠান করতো । সেই অনুষ্ঠানে রাজ্য সরকারকে আমন্ত্রণ জানাতো । রেল ও রাজ্য সরকার যৌথভাবে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই অনুষ্ঠান করতে পারতো । রেলের স্থানীয় উন্নয়ন এবং স্থানীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে অস্বীকার করে কার্যত রেলের প্রজেক্ট ছিনিয়ে নিয়ে সিঙ্গুরকে সর্বস্বান্ত করে দেওয়া, সিঙ্গুরে তিন ফসলি জমি গুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে । গতবছর সরষে ছিটিয়ে ছিলেন, পরে জেসিবি মেশিন দিয়ে পুকুর খোঁড়া হয়েছিল । পরে সেই সরষে মাছ সব ফেল করে গিয়েছ । কিছুই লাভ হয়নি । সিঙ্গুরের শিক্ষিত যুবকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে । আজ তাদের বয়স চল্লিশ পেরিয়ে গিয়েছে । তাদের চাকরি দেওয়ার কোনও সুযোগ নেই । মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা করে আজ আরওবি-টাও ছিনিয়ে নিয়েছে । আগামী 10 তারিখে রেলের পক্ষ থেকে ওখান থেকে প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান করবে । বিষয়টা নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছি । অনুষ্ঠানে আমি এবং স্থানীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায় উপস্থিত থাকবেন ।