জামালপুর, 26 এপ্রিল: কালিয়াগঞ্জের পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নির্যাতিতার মৃত্যু ঘিরে এখনও উত্তপ্ত এলাকা। পারদ চড়ছে রাজনীতিরও ৷ মঙ্গলবার বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধ বাধে ৷ এর পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে বিরোধী দলনেতা বলেন, "প্রথম দিন থেকে বিষয়টি সঠিকভাবে দেখলে, আজ নিচুতলার পুলিশকর্মীদের এই অবস্থায় পড়তে হত না ৷" মঙ্গলবার জামালপুরে একটি বিক্ষোভ মিছিলে যোগ দিতে এসে এই মন্তব্য করেন তিনি ৷ প্রসঙ্গত, 21 এপ্রিল কালিয়াগঞ্জে এক কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি ৷
রাজ্যে পুলিশের ভূমিকা প্রসঙ্গে শুভেন্দু বলেন, "পুলিশের কাজ হচ্ছে ভাইপোর তথাকথিত তিহাড় যাত্রাকে সুরক্ষিত করা ৷ এর জন্য পাঁচ জন সিনিয়র আইপিএসকে ডাইরেক্টর অফ সিকিউরিটিতে পাঠানো হয়েছে ৷ কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনায় গোটা রাজ্যে দলিতদের মধ্যে ব্যাপক উত্তেজনা আছে ৷ জামালপুরে আমাকে অনেক পরিবার প্রশ্ন করেছে যে তফশিলি জাতির মেয়েদের কি কোনও দাম নেই ? তাদের কি এই পরিণতি হবে ? আজকেও মালদাতে যে দেহটি পাওয়া গিয়েছে, সেটিও চাইমণ্ডল পরিবারের ৷
শুভেন্দুর অভিযোগ, রাজবংশী সমাজকে তৃণমূল সবসময় অবহেলা করে ৷ কিশোরীর পরিবারের দাবি মেনে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া উচিত ছিল ৷ মুখ্যমন্ত্রীর অহঙ্কারের জন্য এই ঘটনা ঘটেছে ৷ গতকাল কালিয়াগঞ্জ থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিল রাজবংশী, তফসিলি এবং আদিবাসী যৌথ মঞ্চ ৷ এরপর আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা থানায় আগুন লাগিয়ে দিয়েছে ৷ অন্যদিকে, পুলিশের বিরুদ্ধে পালটা অভিযোগ, তারা শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে ৷