পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমান উড়ালপুলের উদ্বোধন নিয়ে সংশয় !

জেলা প্রশাসনের কর্তাদের একাংশ জানাচ্ছেন উড়ালপুলের উদ্বোধন আজ ৷ কিন্তু রেলের তরফে দাবি করা হয়, উড়ালপুল উদ্বোধন সংক্রান্ত কোনও খবর তাদের কাছে নেই ৷ ফলে আদৌ আজ বর্ধমান রেল স্টেশনের উপর নবনির্মিত উড়ালপুলের উদ্বোধন হবে কিনা সেই নিয়ে দেখা দিয়েছে সংশয় ৷

উড়ালপুল পরিদর্শনে জেলাশাসক

By

Published : Sep 24, 2019, 3:16 AM IST

Updated : Sep 24, 2019, 6:37 AM IST

বর্ধমান, 24 সেপ্টেম্বর : বর্ধমানের উড়ালপুলের উদ্বোধন নিয়ে দেখা দিয়েছে জটিলতা ৷ জেলা প্রশাসনের কর্তাদের একাংশ জানাচ্ছেন উড়ালপুলের উদ্বোধন আজ ৷ কিন্তু রেলের তরফে দাবি করা হয়, উড়ালপুল উদ্বোধন সংক্রান্ত কোনও খবর তাদের কাছে নেই ৷ ফলে আদৌ আজ বর্ধমান রেল স্টেশনের উপর নবনির্মিত উড়ালপুলের উদ্বোধন হবে কিনা সেই নিয়ে দেখা দিয়েছে সংশয় ৷

গতকাল (সোমবার) সন্ধ্যায় হঠাৎ করেই বর্ধমান স্টেশনের উপরে নবনির্মিত উড়ালপুলের কাজ দেখতে যান জেলাশাসক বিজয় ভারতী ৷ তাঁর সঙ্গে ছিলেন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া-সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা ৷ প্রশাসনের একাংশের দাবি, এই উড়ালপুল আজ উদ্বোধন হতে পারে ৷ সে কারণেই তড়িঘড়ি এই উড়ালপুল পরিদর্শনে যান জেলাশাসক ৷ কিন্তু রেল কর্তৃপক্ষের দাবি, উড়ালপুল উদ্বোধন সংক্রান্ত কোনও খবর তাদের কাছে আসেনি ৷ শুধু তাই নয়, এখনও পর্যন্ত চালু হয়নি উড়ালপুলের অ্যাপ্রোচ রোডের ট্রাফিক সিগন্যাল ৷ হয়নি কোনও ট্রায়াল রান ৷ এমনকী উড়ালপুলে বাতিস্তম্ভের কাজও সম্পূর্ণ হয়নি ৷ তাই কীভাবে এই উড়ালপুলের উদ্বোধন সম্ভব তা নিয়ে চিন্তিত স্থানীয়রা ৷

আরও পড়ুন : লক্ষাধিক টাকার গাছ কেটে পলাতক ব্যবসায়ী, প্রতিবাদ ভাতারে

যদিও রেলের তরফে ঘোষণা করা হয়েছে আগামী 30 সেপ্টেম্বর এই উড়ালপুলের উদ্বোধন করবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল ৷ কিন্তু জেলা প্রশাসনের দাবি, আজই হবে উড়ালপুলের উদ্বোধন ৷ উপস্থিত থাকতে পারেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও ৷ কিন্তু জেলাশাসক উড়ালপুল উদ্বোধনের বিষয়ে কিছু জানাননি ৷

Last Updated : Sep 24, 2019, 6:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details