পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Burdwan Medical College : বর্ধমান মেডিক্যালে সার্জারি হাউস স্টাফের রহস্যমৃত্যু - bardhaman

রহস্যজনকভাবে মৃত্যু হল বর্ধমান মেডিক্যাল কলেজের সার্জারি হাউস স্টাফের । মৃতের নাম শেখ মোবারক হোসেন । বাড়ি বর্ধমানের নাদনঘাট এলাকায় । তাঁর পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে ।

Burdwan Medical College
বর্ধমান মেডিক্যালে সার্জারি হাউস স্টাফের রহস্যমৃত্যু, ঘটনায় চাঞ্চল্য

By

Published : Aug 11, 2021, 8:01 PM IST

বর্ধমান, 11 অগস্ট : তিনতলার ছাদ থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু হল বর্ধমান মেডিক্যাল কলেজের সার্জারি হাউস স্টাফের । মৃতের নাম শেখ মোবারক হোসেন । বাড়ি বর্ধমানের নাদনঘাট এলাকায় । মোবারকের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে । খবর পেয়ে বর্ধমান মেডিক্যাল কলেজে যায় ডিএসপি হেড কোয়ার্টার সৌভিক পাত্রের নেতৃত্বে বর্ধমান থানার পুলিশ ।

মোবারকের পরিবারের অভিযোগ, মোবারককে খুন করা হয়েছে । বুধবার সকালে মোবারকের ফোনে জানানো হয় মোবারকের অবস্থা খারাপ । এরপর বাড়ির লোক হাসপাতালে গিয়ে জানতে পারে তাঁর মৃত্যু হয়েছে । তাঁর ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে । মোবারকের বাবা শেখ হাবিবুল ইসলাম বলেন, "আমায় কিছু জানানো হয়নি । আমার ভাইপোর মোবাইলে ফোন আসে । তাকে বলা হয় পরিস্থিতি খারাপ ৷ মোবারককে হাসপাতালে ভর্তি করা হয়েছে । এসে দেখছি সে মারা গিয়েছে । আমাদের অনুমান তাকে খুন করা হয়েছে । ঘাড়ে আঘাত রয়েছে । কারণ উপর থেকে পড়লে মাথায় মুখে আঘাতের চিহ্ন থাকবে । সেইসব কিছুই নেই । তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে । দিন কয়েক আগে ফেসবুকের মাধ্যমে জানতে পারি একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল । ভেবেছিলাম বাড়িতে এলে সেই বিষয়ে কথা বলব । তবে আমরা চাই যে বা যারা তাকে মেরেছে তাদের যেন চরম শাস্তি দেওয়া হয় ।"

বর্ধমান মেডিক্যালে সার্জারি হাউস স্টাফের রহস্যমৃত্যু, ঘটনায় চাঞ্চল্য

আরও পড়ুন: নদিয়ার গৃহবধূ উদ্ধার বর্ধমানে, পাচারের অভিযোগ

বর্ধমান মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ সুহৃতা পাল বলেন, "মোবারক আমাদের সার্জারি হাউস স্টাফ ছিল । শুনেছি উপর থেকে পড়ে গিয়েছে সে । অনেকে আওয়াজ শুনতে পেয়েছে । তাকে ইমারজেন্সিতে ভর্তি করে প্রাথমিকভাবে যাবতীয় চিকিৎসা করা হয় । কিন্তু তাকে বাঁচানো যায়নি । কেন হল, কিভাবে হল আমরা কেউ কিছুই জানি না । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উপর থেকে পড়ে গিয়েছে সে । কি হয়েছে আমাদের পক্ষে তা বলা সম্ভব নয় । বর্ধমান থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে । পরবর্তীকালে পুলিশ তদন্ত করে কিছু জানতে পারলে সেই অনুযায়ী পুলিশ কাজ করবে । আমাদের কলেজ থেকে পাশ করে এইভাবে কোনও ছেলে চলে যাবে সেটা আমরা আশা করি না ।"

ABOUT THE AUTHOR

...view details