কালনা, 11 ডিসেম্বর : "যদি কেউ চুরি করে থাকেন তাহলে তাকে তো গ্রেফতার হতেই হবে। নির্দেশ কে দিল, না দিল সেটা কোনও বড় কথা নয়। যতদূর জানি আদালতের রায়ে একটা তদন্ত চলছে। আর তারপরেই গ্রেফতারের ঘটনা ঘটেছে। তার মানে নিশ্চয়ই কোনও দুর্নীতি হয়েছে ।" বর্ধমানের পৌর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে শনিবার এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন পূর্ব বর্ধমানের কালনায় তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন (Sukanta Mazumdar Criticises TMC), "চুরি করলে কেউ ছাড়া পাবে না। বড় চোররাও ছাড়া পাবেন না। 6 মাস যেতে দিন বড় চোর যারা কালীঘাটে বসে আছে তারাও ছাড়া পাবেন না।" সম্প্রতি সময়ে বিজেপির কর্মীসভা কিংবা বিভিন্ন অনুষ্ঠানে বিজেপি কর্মীদের ভিড় আর দেখা যাচ্ছে না। এছাড়াও বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ বর্ধমান, কালনা,কাটোয়া-সহ বিভিন্ন এলাকায় নির্বাচন পরবর্তী সময়ে তাঁরা যখন আক্রান্ত হয়েছেন তখন বিজেপির নেতারা কেউ তাদের পাশে দাঁড়াননি। সেকথা স্বীকার করে নিয়ে সুকান্ত মজুমদার বলেন,"পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার শুরু হয়েছে সেই অত্যাচারকে উত্তর কোরিয়ার শাসক দলের অত্যাচারের সঙ্গে তুলনা করা যেতে পারে। আমাদের কর্মীরা 2 মে'র ধাক্কাটা এখনও কাটিয়ে উঠতে পারেননি। তবে সেই সময় আমাদের কর্মীদের পাশে আমাদের যেভাবে দাঁড়ানো উচিত ছিল আমরা সে ভাবে দাঁড়াতে পারেনি ফলে আমাদের একটা দায় থেকেই যায়। "