কাটোয়া, 18 অক্টোবর: মানিক ভট্টাচার্যের কাছে যে চিঠি পাওয়া গিয়েছে তার কপি গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে ৷ তাই মুখ্যমন্ত্রী ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে দায় এড়াতে পারেন না ৷ মুখ্যমন্ত্রী বিষয়টি সব জানেন বলেই কাটোয়ার বিজয়া সম্মিলনীতে যোগ দিতে এসে বললেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar slams Mamata Banerjee) ।
বিজেপি রাজ্য সভাপতি এদিন বলেন, "মুখ্যমন্ত্রী সব জানেন ৷ অথচ জেনেও না-জানার ভান করছেন। আসলে গোটা বাংলার মানুষ জেনে গিয়েছে মুখ্যমন্ত্রী রানি মৌমাছি, যিনি বসে বসে মধু খান। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দুর্গাপুজো কার্নিভালকে হীরক রাজার দেশের চিত্রনাট্যের সঙ্গে তুলনা করেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গ সফরে গিয়ে মালবাজারের দুর্ঘটনায় নিহতদের পরিবারে মুখ্যমন্ত্রীর চাকরি প্রদানের ঘোষণাকে তীব্র কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি (CM announces job for the deceased family in Malbazar) ৷ সুকান্ত মজুমদার বলেন, "মুখ্যমন্ত্রী চাকরি দিচ্ছেন তাতে আমাদের আপত্তি নেই ৷ তবে তিনি চাকরি দেওয়া নিয়ে পলিটিক্স করেন। আসলে চাকরি দিলে কি যে মানুষটা চলে গিয়েছে তাকে ফিরে পাওয়া যায় ? নাকি পশ্চিমবঙ্গে চাকরি পেতে গেলে শুধু পরীক্ষা দিলে হবে না, বাড়ির কাউকে মারা যেতে হবে। তা সে হড়পা বানেই হোক, কিংবা ষাঁড়ের গুঁতো অথবা বিষাক্ত মদ খেয়েই মৃত্যু হোক।"