আউশগ্রাম, 15 সেপ্টেম্বর : পুরোহিত ভাতা নিয়ে কোনও রাজনীতি করা হচ্ছে না ।পুরোহিতদের দাবী ছিল বহু দিনের । তাই তাঁদের দাবী মেনেই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
মঙ্গলবার পূর্ব বর্ধমানের ভাতারের ওরগ্রাম সমন্বয়ী প্রকল্পে 40 একর জায়গার উপর একটি ইকো পার্কের উদ্ধোধন করেন সুব্রত মুখোপাধ্যায়। এদিন তিনি ইকোপার্ক সংলগ্ন জলাশয়ে মাছের চারা ছাড়েন। সেখান থেকে তিনি বলেন, " জেলা পরিষদের এই সমন্বয়ী প্রকল্প একটি বড় সম্পদ ।এটি নষ্ট হয়ে গিয়েছিল । কিন্তু বর্তমানে তা নতুন করে গড়ে তোলা হচ্ছে । পাশাপাশি এখানে গরিব বা দুঃস্থ ছেলেমেয়েদের পড়াশোনার জন্য ব্যবস্থা করা হবে ।সেখানে পড়াশোনার সঙ্গে সঙ্গে তাঁদের স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা থাকবে । এখানকার অনেক জমি বেহাত বা দখল হয়ে গেছে । চেষ্টা করা হচ্ছে জমি পুনরুদ্ধারের। তবে কাজটা বেশ কঠিন। কারণ যাঁরা জমি কিনেছিলেন সেই কাগজপত্র সব ঠিক নেই । "