পশ্চিমবঙ্গ

west bengal

Burdwan University Agitation : অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের, কর্তৃপক্ষের আশ্বাসে উঠল বিক্ষোভ

করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ৷ খুলেছে স্কুল কলেজ ৷ প্রায় দু’বছর পর স্কুল কলেজ খুলতেই চালু হচ্ছে অফলাইন পরীক্ষা ৷ অফলাইন পরীক্ষার বিরুদ্ধে, অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখালেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ সম্প্রতি অনলাইন পরীক্ষার দাবিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও বিক্ষোভ দেখিয়ে ছিলেন (Agitation at Burdwan University demanding online exams) ৷

By

Published : May 18, 2022, 12:48 PM IST

Published : May 18, 2022, 12:48 PM IST

Updated : May 18, 2022, 1:19 PM IST

Burdwan University News
অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

বর্ধমান, 18 মে : অফলাইনে পরীক্ষার পরিবর্তে অনলাইন পরীক্ষা নেওয়ার দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ পড়ুয়াদের । বিশ্ববিদ্য়ালয় ক্যাম্পাসে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ তবে পড়ুয়াদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ তারপরেই বিক্ষোভ থেকে সরে আসেন পড়ুয়ারা (Agitation at Burdwan University demanding online exams) ৷

পড়ুয়াদের দাবি, ষষ্ঠ সেমেস্টারের সিলেবাস এখনও শেষ হয়নি ৷ তারমধ্যেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থকে অফলাইন পরীক্ষার কথা ঘোষণা করা হয়েছে ৷ যার বিরুদ্ধে পড়ুয়ারা ৷ ছাত্র-ছাত্রীদের দাবি সারাবছর অফলাইনে পড়াশোনা হয়েছে ৷ আর মাত্র একমাস বাদে পরীক্ষা ৷ এই শেষ মুহূর্তে এসে বিশ্ববিদ্যলয়ের পক্ষ থেকে জানানো হচ্ছে অফলাইন পরীক্ষার কথা ৷ অথচ রাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে । তাই তাদের পক্ষে অফলাইনে পরীক্ষা দেওয়া সম্ভব নয় । প্রতিবাদে তারা বিক্ষোভে সামিল হয়েছেন ।

বিক্ষোভরত ছাত্রী অনুরাধা রায় বলেন, ‘‘আমি ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী আমাদের যা সিলেবাস কোনওভাবেই সাড়ে তিন মাসে শেষ করা সম্ভব নয় । আমাদের রাজ্যে অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে ইতিমধ্যেই অনলাইনে পরীক্ষার কথা ঘোষণা করে দেওয়া হয়েছে । সেই জায়গায় আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় অফলাইনে পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করছে ।’’ ওই ছাত্রী আরও জানান, মাত্র দু’মাস ক্লাস করার সুযোগ হয়েছে । আর পরীক্ষার জন্য একমাস সময় আছে । তাছাড়া অনলাইনে ক্লাস করিয়ে অফলাইনে পরীক্ষা কি করে সম্ভব ?

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়ছে, পড়ুয়াদের দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহানুভূতির সঙ্গে খতিয়ে দেখবে ৷ এরপরেই বিক্ষোভ তুলে নেন পড়ুয়ারা ৷

আরও পড়ুন : Aliah University Students Agitation : অনলাইন পরীক্ষার দাবিতে অনশনে আলিয়ার পড়ুয়াদের একাংশ, পার্কসার্কাস ক্যাম্পাসে উপাচার্য ঘেরাও

Last Updated : May 18, 2022, 1:19 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details