মেমারি, 22 এপ্রিল : স্কুলে ঢুকে বহিরাগতদের তাণ্ডব চালানোর পাশাপাশি হস্টেলের ভিতরে ঢুকে উচ্চমাধ্যমিক পড়ুয়াদের পেটানোর অভিযোগ উঠল (Students Allegedly Beaten by Outsiders in Hostel of Memari) । বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির দুর্গাডাঙা আল আমিন মিশনে (Memari Al Amin Mission) । ঘটনায় 20 জন পড়ুয়া আহত হয়েছে । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আহতদের মেমারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে । পুলিশ পাঁচজনকে আটক করেছে (Police Detained Five Accused) । এই পাঁচজনের মধ্যে হস্টেল সুপার হাসিবুল রহমান আলমও আছেন ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেমারির দুর্গাডাঙা আল আমিন মিশনে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্ররা পড়াশোনা করে । পড়ুয়াদের অভিযোগ হস্টেল কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরেই যে খাবার তাদের পরিবেশন করছে, তার মান খুবই নিম্ন । সেই নিয়ে তারা প্রতিবাদ জানিয়ে আসছিল । বৃহস্পতিবার সন্ধ্যায় তারা বিষয়টি নিয়ে ফের আল আমিন মিশনের সুপার হাসিবুল রহমান আলমের কাছে যায় ৷ এরপরে রাতের দিকে সুপারের নেতৃত্বে বেশকিছু বহিরাগত হস্টেলে ঢুকে লাঠি, রড দিয়ে পড়ুয়াদের মারধর করে বলে অভিযোগ ।