পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Student Died Accident: বর্ধমানে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু নাবালক পড়ুয়ার - বেপরোয়া গাড়ির ধাক্কা

বেপরোয়া গাড়ির গতির বলি পড়ুয়া ৷ গুরুতর জখম ওই পড়ুয়ার বোন ৷ ঘটনার পরেই উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় । বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে বর্ধমান বাঁকুড়া-রাস্তা ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 9:24 PM IST

খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান), 26 সেপ্টেম্বর:বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের । ঘটনায় আহত হয়েছে ওই ছাত্রের দিদিও। মঙ্গলবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের খণ্ডঘোষের মেটেডাঙা এলাকায় । মৃত ছাত্রের নাম সামিম আখতার (14)। ঘটনার পরেই উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামিম ও তার খুড়তুতো বোন নাজিরা দু’জনেই মেটেডাঙ্গা জুনিয়র হাইস্কুলের পড়ুয়া ৷ সামিম অষ্টম শ্রেণি এবং তার বোন নাজিরা সপ্তম শ্রেণির ছাত্রী । এদিন দুজনেই হেঁটে স্কুলে যাচ্ছিল ৷ বাড়ি থেকে কিছুদূর যেতেই একটি একটি দ্রুতগামী গাড়ি দু’জনকে ধাক্কা মারে । গাড়িটির গতি বেশি থাকায় দুই ভাই-বোনকেই বেশ কিছুটা রাস্তা টেনে নিয়ে যায় । এরপর নিয়ন্ত্রণ রাখতে না-পেরে গাড়িটি উলটে যায় । দুর্ঘটনার আওয়াজ শুনে সামিমের বাড়ির লোকজন ছুটে আসে । জড়ো হয় আশেপাশের লোকেরাও । তারা শামিম ও নাজিরাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করে । সেখানে চিকিৎসকরা প্রথামিক চিকিৎসার পর সামিমকে মৃত বলে ঘোষণা করেন ।

নাবালকের মৃত্য়ুর খবর পেয়েই উত্তেজিত জনতা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে । ফলে বর্ধমান-বাঁকুড়া রাস্তা বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় খণ্ডঘোষ থানার পুলিশ । পুলিশ গ্রামবাসীদের আশ্বাস্ত করলে অবরোধ ওঠে। গ্রামবাসীরা দাবি জানায় এই রাস্তায় কোনও ট্রাফিক পুলিশ নেই ৷ পাশাপাশি স্পিড ব্রেকার না থাকায় দ্রুতবেগে গাড়ি চলাচল করে । ফলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতেই পারে।

আরও পড়ুন:ভাতারে পথ দুর্ঘটনায় মৃত্যু 2 মহিলার

মৃত ছাত্রের কাকা শেখ কালিমুদ্দিন বলেন, "আমার মেয়ে ও ভাইপো অন্যান্য দিনের মতো হেঁটে স্কুলে যাচ্ছিল । রাস্তা ফাঁকাই থাকে । হাফ কিলোমিটার দূরে স্কুল। তারা যখন স্কুলে যাচ্ছিল সেই সময় একটা গাড়ি দ্রুতবেগে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে দু’জনকে ধাক্কা মারে । ঘটনাস্থলেই ভাইপোর মৃত্যু হয় । মেয়ে গুরুতর আহত হয়েছে । তার চিকিৎসা চলছে।"

ABOUT THE AUTHOR

...view details