বর্ধমান, 18 অগস্ট : "স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো ধাপ্পা কিছু নেই ৷" এই বলে তার সপক্ষে উপস্থিত জনতার থেকে সমর্থন চাইতে ফের জিজ্ঞাসা করলেন, "কী বললাম ?" ৷ জনগণও তাতে সায় দিয়ে একই কথা বলে উঠল একসঙ্গে ৷ মঙ্গলবার সন্ধেয় বর্ধমানে বিজেপির শহিদ সম্মান যাত্রায় যোগ দিতে এসে খোলা মঞ্চে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডাঃ সুভাষ সরকার । এমনকি বলেন যে "কর্ম সাথী"তে যেমন ধাপ্পা হয়েছিল, স্টুডেন্ট ক্রেডিট কার্ডেও সেরকম হবে ৷ এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, "লোকে কার্ড পাবে, কিন্তু লোন পাবে না ৷ তার কারণ তাতে যে নিয়মাবলী রাজ্য সরকার করেছে, সেটি ইচ্ছাকৃত ত্রুটিযুক্ত করেছে ৷"
গতকাল কলকাতার মুরলীধর সেন লেনে পুলিশি বাধা পেরিয়ে তিনি একা কনভয় নিয়ে শহিদ সম্মান যাত্রা শুরু করেন ৷ বর্ধমান শহরে বিজেপির এই কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন তিনি ৷ তবে সব উত্তরে ছিল তৃণমূল সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ৷
মাওবাদীদের প্রতি রাজ্যসরকার
রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, "এই ধরনের কার্যকলাপ হলে, প্রথমে রাজ্য সরকারকে জানতে হবে ও জানাতে হবে ৷ এটা রাজ্য সরকারের প্রাথমিক দায়িত্ব ৷" এ প্রসঙ্গে তিনি বাঁকুড়া, পুরুলিয়াতে মাওবাদীদের প্রতি রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গির কথা টেনে বলেন, "রাজ্য সরকার প্রয়োজনমতো মাওবাদী তৈরি করে ৷ আবার কাজ মিটে গেলে তাদের মেরেও ফেলে । তাই এর উত্তর প্রাথমিকভাবে রাজ্যসরকারই দিতে পারবে ৷"
পৌরসভা ভোট
পৌরসভার ভোট না হওয়া নিয়ে তাঁর মত, ভোট করলে যদি লোকাল বডিগুলি বিজেপির হাতে চলে যায়, এই আতঙ্কে রয়েছে তৃণমূল কংগ্রেস । এই আতঙ্কের কারণে ভোট করছে না তৃণমূল সরকার ৷