কালনা, 28 অগাস্ট : মাথায় টাক পরে যাওয়া নিয়ে প্রতিনিয়ত প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের উপহাস শুনতে হত ।অপমান সহ্য করতে না পেরে অবশেষে আত্মহত্যা করল কালনার ধাত্রীগ্রামের মাঠপাড়া এলাকার তৃতীয় বর্ষের এক ছাত্র সুরজিত বসাক ।
মাথার চুল উঠে যাওয়ায় মানসিক অবসাদ, আত্মঘাতী ছাত্র - আত্মঘাতী ছাত্র
কলকাতায় বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা করায় সে । মাথার চুল উঠে যাওয়ায় একপ্রকার মজার পাত্র হয়ে উঠেছিল সে । মন থেকে সেটাই মেনে নিতে পারেনি কলেজ পড়ুয়া সুরজিত ।
কালনা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সে । এক বছর আগেও মাথা ভরতি চুল ছিল তার । হঠাৎই এক অজানা রোগে মাথার চুল উঠতে শুরু করে । প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে মাথার চুল দ্রুত হারে চুল ওঠা শুরু হয় । কালনা থেকে কলকাতায় বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা করায় সে । মাথার চুল উঠে যাওয়ায় একপ্রকার মজার পাত্র হয়ে উঠেছিল সে । মন থেকে সেটাই মেনে নিতে পারেনি কলেজ পড়ুয়া সুরজিত ।
জানা গিয়েছে, তার এই সমস্যা নিয়ে বিভিন্ন চিকিৎসকের দুয়ারে দুয়ারে ঘুরেও কোনও ফল না মেলায় হতাশায় ভুগছিল এই কলেজ পড়ুয়া । নিজেকে সকলের থেকে দূরে সরিয়ে ফেলেছিল সুরজিত । মানসিক অবসাদে শেষমেশ আত্মহত্যার পথ বেছে নেয় সে । নিজের ঘরেই গলায় ফাঁস লাগানো অবস্থায় আজ তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।