বর্ধমান, 16 সেপ্টেম্বর: সেন্ট জেভিয়ার্স কলেজের এক ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার (Student Body recovered) । মৃত ছাত্রের নাম সৌমেন মুর্মু (20)। শুক্রবার শহরের বড় নীলপুর এলাকায় কলেজের হস্টেলের তলা থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার হয় । ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পুলিশের প্রাথমিক অনুমান, হস্টেলের ছাদ থেকে পড়ে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে (Student Body recovered near St Xaviers College) ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৌমেন মুর্মুর বাড়ি মেমারির পাল্লা রোড এলাকায় । শুক্রবার সকালের দিকে সৌমেন বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য কলেজের হস্টেলে যান । এরপরেই বেলার দিকে হস্টেলের ক্যাম্পাসে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন অন্যান্য ছাত্ররা । তাঁরা বর্ধমান থানায় খবর দিলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ।