বর্ধমান, 22 মে :রবিবার ফের খাগড়াগড় এলাকায় তল্লাশি চালাল এসটিএফ। তল্লাশিতে মিলেছে বাংলাদেশী বই এমনটাই সূত্রের খবর । সেই সঙ্গে এলাকার একটি কারখানাতেও তল্লাশি চালায় এসটিএফ । বাংলাদেশের সঙ্গে এই চক্রের যোগ আছে কি না তা খতিয়ে দেখছে এসটিএফ (Khagragarh Fake Currency Case) । স্থানীয় সূত্রে খবর, মাস পাঁচেক আগে খাগড়াগড়ের মাঠপাড়া এলাকায় সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ি ভাড়া নেয় গোপাল সিং নামে এক ব্যক্তি । সে নিজেকে মানবাধিকার সংগঠনের পরিচয় দেয় । ওই দিন তার সঙ্গে তিনজন মহিলা ছিলেন যাদের সে নিজের স্ত্রী শাশুড়ি ও পরিচারিকা হিসেবে পরিচয় দেয় ।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে পুলিশের কাছে খবর ছিল খাগড়াগড় এলাকায় জালনোটের কারবার চলছে । সেই ঘটনায় তদন্তে নেমে গত তিনদিন আগে বর্ধমান শহরের খাগড়াগড় পূর্ব মাঠপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে চলা জালনোট কারখানার হদিশ পায় বর্ধমান থানার পুলিশ। সেখান থেকে পুলিশ দীপংকর চক্রবর্তী, গোপাল সিং ও বিপুল সরকারকে গ্রেফতার করে। তাদের সাত দিনের পুলিশ হেফাজতেও নেওয়া হয়েছে ।