পূর্বস্থলী, 30 জানুয়ারি: বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের সদস্যরা। ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে (Cannabis Smuggling In Purbasthali)। ধৃতরা হলেন মরণ বালা, শুভ বালা এবং অন্য আরেকজন লরির চালক। সম্পর্কে মরণ বালা ও শুভ বালা বাবা ও ছেলে।
এদিন গাঁজা সমেত একটি 12 চাকার লরিকে আটক করেছে এসটিএফ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বেশ কয়েকদিন ধরে পূর্বস্থলী এলাকায় নজরদারি চালাচ্ছিল এসটিএফ। রবিবার সকালের দিকে পূর্বস্থলীর শিবতলা এলাকায় মরণ বালার বাড়ি ঘিরে ফেলে এসটিএফ। সেখানে একটি ভিন রাজ্যের নম্বর প্লেট লাগানো ট্রাকও দাঁড়িয়ে ছিল। সেই ট্রাকে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।