পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সৌরভ বিজেপিতে এলে স্বাগত : অরবিন্দ মেনন - কাটোয়াতে ‘‘চায়ে পে চর্চা’’ কর্মসূচি

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপি-তে যোগ দিতে পারেন বলে বেশ কয়েকদিন ধরে রাজ্য রাজনীতেত জল্পনা চলছে। এরই মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার পর থেকে রাজ্যের রাজনৈতিক মহলের একাংশ দাবি করে, রাজনৈতিক চাপে অসুস্থ হয়ে পড়েন মহারাজ।

সৌরভকে বিজেপিতে স্বাগত বললেন অরবিন্দ মেনন ো
সৌরভকে বিজেপিতে স্বাগত বললেন অরবিন্দ মেনন ো

By

Published : Jan 6, 2021, 4:52 PM IST

Updated : Jan 6, 2021, 5:17 PM IST

কাটোয়া, 6 জানুয়ারি : সৌরভ গঙ্গোপাধ্যায় যদি বিজেপিতে আসেন, তাহলে তাঁকে স্বাগত ৷ কাটোয়াতে ‘‘চায়ে পে চর্চা’’ কর্মসূচিতে যোগ দিয়ে একথা বললেন বিজেপি নেতা অরবিন্দ মেনন ৷ একই কর্মসূচিতে তৃণমূল সরকারকে কটাক্ষ করেন তিনি ৷

শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়া সিনেমার ট্রেলারের সঙ্গে তুলনা করেন অরবিন্দ ৷ বলেন, এখনও পুরো সিনেমা বাকি আছে ৷ তৃণমূল ও রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘ এই রাজ্যের সরকার দুর্নীতিগ্রস্ত । পিসি-ভাইপোর সরকার । রাজ্যের নাম করা তৃণমূল নেতারা দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন । চায়ে পে চর্চায় একটাই বার্তা দিচ্ছে মানুষ, তৃণমূল কংগ্রেস যাচ্ছে বিজেপি আসছে । যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন তাঁরা খুব ভালো কাজ করছেন । তাঁরা দায়িত্ব নিয়ে কাজ করছেন ।’’

সৌরভকে বিজেপিতে স্বাগত বললেন অরবিন্দ মেনন

আরও পড়ুন :- সবচেয়ে বেশি রাজনৈতিক হিংসা এই রাজ্যে, বলছেন অরবিন্দ মেনন

মেনন আরও বলেন, ‘‘আগামীদিনে দেখা যাবে তৃণমূল কংগ্রেসের এই ডুবন্ত নৌকায় মাত্র দু'জন থাকবেন । পিসি আর ভাইপো ।’’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘তাঁর উপর বিজেপির কোনও চাপ ছিল না । তবে সৌরভের জন্য বিজেপির দরজা খোলা আছে । ইচ্ছে করলেই তিনি বিজেপিতে আসতে পারেন । তাঁকে আমরা বিজেপিতে স্বাগত জানাব ।’’

Last Updated : Jan 6, 2021, 5:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details