পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগে দেখেছিলাম সারদায় যুক্ত, পরে দেখলাম বউমাও যুক্ত : সৌমিত্র খাঁ - BJP

অভিষেক বন্দোপাধ্যায়কে কটাক্ষ করেন সৌমিত্র খাঁ।

s

By

Published : Mar 27, 2019, 5:06 AM IST

Updated : Mar 27, 2019, 9:07 AM IST

বিষ্ণুপুর, ২৭ মার্চ : "একটা পরিবারকে বড়লোক করার জন্য দল করা যায় না। একটা পরিবারকে বড়লোক করার জন্য পশ্চিমবঙ্গের মানুষ প্রাণ দিতে পারবে না।" - গতকাল প্রচারে বেরিয়ে অভিষেক বন্দোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন বিষ্ণুপুরের BJP প্রার্থী সৌমিত্র খাঁ।

গতকাল বিকালে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গলসি-২ ব্লকে প্রচারে এসে তৃণমূল কংগ্রেসকে একহাত নেন সৌমিত্রবাবু। প্রচারের ফাঁকে তিনি বলেন, "আমি পাঁচ বছর সাংসদ হয়েও ৩০০ কোটির মালিক হতে পারলাম না। অথচ ভাইপো সাংসদ হয়ে ৩০০০ কোটির মালিক হয়ে গেলেন।"

ভিডিয়োয় শুনুন সৌমিত্র খাঁয়ের বক্তব্য

ব্যাঙ্কক থেকে ফেরার পথে দমদমে বিমানবন্দরে অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রীকে প্রায় ২ কেজি সোনা সহ কাস্টমস আটকেছিল বলে সম্প্রতি "গুজব" ছড়িয়েছে। সেই প্রসঙ্গে সৌমিত্র প্রচারে বলেন, "আমরা আগে দেখেছিলাম কেউ সারদায় যুক্ত আবার কেউ নারদায় যুক্ত। পরে দেখলাম বউমাও যুক্ত আছে। তিনি সোনা পাচার করছেন।" সৌমিত্রবাবু আরও বলেন, "শুধু তাই নয়, গ্রাম বাংলার মানুষের ঘরে যেখানে ১০ গ্রাম সোনা নেই সেখানে ভাইপো সাংসদ কি করে ৩০০০ কোটি টাকার মালিক হতে পারেন তা জানতে চায় রাজ্যবাসী।"

Last Updated : Mar 27, 2019, 9:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details