বর্ধমান, 2 জুলাই : ছেলেকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে । বর্ধমান শহরের নারানদিঘি মোড়লপাড়া এলাকার ঘটনা । মৃতের নাম তারক রায় ।
ছবি রায়ের সঙ্গে তাঁর স্বামী রবি রায়ের দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল । অন্য দিনের মতো গতকালও ছোটো ছেলে তারক রায় এর প্রতিবাদ করলে বাবার সঙ্গে ঝামেলা শুরু হয় । এরপরই রবি রায় ভারী কিছু দিয়ে ছেলের মাথায় আঘাত করে বলে অভিযোগ । সেখানেই তারকের মৃত্যু হয় ।