বর্ধমান, 18 মার্চ: রেলের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও সাংসদের নামে স্লোগান দেওয়া হল । যা নিয়ে তৈরি হল বিতর্ক ৷ প্রশ্ন উঠল, রেলের অনুষ্ঠানে কেন এই ধরনের স্লোগান দেওয়া হবে ৷ শনিবার বর্ধমান স্টেশনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি (BJP) সাংসদ এস এস আলুওলিয়া 8 নম্বর প্ল্যাটফর্মের চলমান সিঁড়ি ও ছ’টি ভিডিয়ো ওয়ালের সূচনা করেন । সেই অনুষ্ঠানে বিজেপির কর্মী সমর্থকেরা প্রধানমন্ত্রী ও সাংসদের নামে জয়ধ্বনি দিয়ে স্লোগান দেন ।
অনুষ্ঠানে যোগ দিয়ে যাত্রী সুবিধার জন্য চলন্ত সিঁড়ির উদ্বোধন করে সাংসদ বলেন, ‘‘আমি আমার 33 বছরের সাংসদ জীবনে এই ভুল করিনি যে আমি সাংসদ আর সেই এলাকার যিনি বিধায়ক আছেন, তাঁদের আমন্ত্রণ জানাতে ভুলি না । তবুও দেখলাম বিধায়কেরা এলেন না । থাকলে আমরা একসঙ্গেই ফিতে কাটতাম ।’’ এরপরেই সেই অনুষ্ঠানে নরেন্দ্র মোদি ও আলুওলিয়ার নামে স্লোগান দেওয়া হয় ।
পরে সাংবাদিকদের সামনে বিজেপি সাংসদ এস এস আলুওলিয়া বলেন, ‘‘আমি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই । অনুষ্ঠানে দু’জন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছিল । তাঁরা কেউ আসেননি । আমি ব্যক্তিগতভাবে দুই বিধায়কের সঙ্গে কথা বলব ।’’
সরকারি অনুষ্ঠানে কীভাবে বিজেপি কর্মী সমর্থকেরা রাজনৈতিক স্লোগান দিলেন প্রশ্নে আলুওলিয়া বলেন, ‘‘এখানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে কেউ তো আমাকে কালো পতাকাও দেখাতে পারতেন । তবে আমরা কোনও অনুষ্ঠানে গেলে যেকোনও ঘটনার জন্য প্রস্তুত থাকি । কারণ, আমরা জানি কোনও কাজ করলে কেউ হয়তো ভালো বলবে, আবার কেউ কেউ তা নিয়ে সমালোচনা করবে ।’’