পুলিশকে তোপ রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লার বর্ধমান, 13 মার্চ:'পরিযায়ী নেতা' বলে সিদ্দিকুল্লাকে কটাক্ষ করেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি ৷ কিন্তু সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ বলে অভিযোগ ৷ তাই এবার পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Siddiqullah Chowdhury) । নাম না-করে ওই তৃণমূল নেতাকে কেন গ্রেফতার করা হচ্ছে না, সেই প্রশ্নও তুললেন তিনি ৷ এদিন গ্রন্থাগার মন্ত্রী বলেন, "আমি এসপি-কে তেল দিতে যাব না। পুলিশের সাবালক হওয়া দরকার ।"
রবিবার সন্ধ্যেতে পূর্ব বর্ধমানের মেমারির ঝিকড়া গ্রামে তৃণমূল কংগ্রেসের সভাতে যোগ দেন সিদ্দিকুল্লা চৌধুরী ৷ সেখান থেকে মেমারি দুই ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ ইসমাইলের বিরুদ্ধে নাম না-করে পুলিশকে উদ্দেশ্য করে তোপ দাগেন তিনি ৷ সিদ্দিকুল্লা দাবি করেন, যারা ক্যাবিনেট মন্ত্রীকে গালমন্দ করে অপদস্ত করছে তারা আইনের চোখে অপরাধী । এদের পুলিশ গ্রেফতার করে নেবে। অথচ পুলিশ এদেরকে গ্রেফতার করছে না । পুলিশ কী করবে না-করবে সেটা পুলিশের ব্যাপার । আসলে পুলিশ মনে করছে এরা অফিসিয়াল দল। মাছের আঁশ আর বাঁশ পাতা এক হতে পারে না । পুলিশের একটা নির্দিষ্ট দায়িত্ব আছে।
এরপরই তিনি প্রশ্ন তোলেন, পুলিশ নাবালক নাকি? পুলিশকে সাবালক হতে হবে । এসব ভণ্ডামি আমি সহ্য করব না । আর এরপরেও যদি পুলিশ কোন ব্যবস্থা না-নেয় সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে মানুষ পথে নেমে আন্দোলন করবে । তখন যা হবে তিনি বুঝে নেবেন বলে জানান । গ্রন্থাগার মন্ত্রী বলেন, "আমার চিন্তা পুলিশকে করতে হবে না । আমি পুলিশকে সম্মান করি ৷ কিন্তু ঘুষ দিই না, পয়সা দিই না । পুলিশ ঠিক করতে চাইলে দিদির পোশাক পরুন, ঝান্ডা ধরুন । কী করতে পুলিশ আছে । কারণ আমি পুলিশের সঙ্গে বসি ৷ কিন্তু ফিসফাস করি না । পুলিশকে আমি তেল দিতে যাই না । আমি প্রয়োজনে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারির সঙ্গে কথা বলব।"
প্রসঙ্গত, দিনকয়েক আগে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর একটা ভিডিয়ো ভাইরাল হয়, সেখানে দেখা গিয়েছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি ৷ সেখানে সিদ্দিকুল্লাকে মন্তব্য করতে শোনা যায়, ইসমাইলের জন্য দরজা খোলা আছে । এরপরেই পালটা ওই প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি মন্ত্রীকে 'পরিযায়ী নেতা' বলে কটাক্ষ করেন । যা নিয়ে ওই তৃণমূল নেতা ও মন্ত্রীর মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে ।
আরও পড়ুন: চোর ও অশিক্ষিত বলে তৃণমূলের কুণালের বিরুদ্ধে তোপ বিজেপির শুভেন্দুর