মন্তেশ্বর (পূর্ব বর্ধমান), 30 সেপ্টেম্বর: মন্তেশ্বরের তৃণমূল ব্লক সভাপতি পদে আজিজুল রহমানকে বসানো নিয়ে এ বার দলের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Siddiqullah Chowdhury) ৷ অভিযোগ করলেন, তাঁর মতামতকে গুরুত্ব না দিয়ে, ইচ্ছে মতো অন্য একজনকে ব্লক সভাপতি পদে বসানো হয়েছে (Manteswar Block President Selection) ৷ যা নিয়ে সিদ্দিকুল্লার অভিযোগ, তৃণমূল তাঁর মতামতকে গুরুত্ব না দিয়ে, তাঁকে অপমান করছে (Siddiqullah on TMC) ৷ মক্কা থেকে এক ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, ব্লক সভাপতি হিসাবে যাঁর নাম দিয়েছিলেন, সেই আহমেদ হোসেন শেখকে মন্তেশ্বরের ব্লক সভাপতি করা হয়নি ৷ আর এর ফলে পঞ্চায়েত ভোটে বিজেপি ও সিপিএম এর অনেক সুবিধা হয়ে যাবে বলেও দাবি করেছেন সিদ্দিকুল্লা চৌধুরী ৷
মক্কা থেকে ওই ভিডিয়ো বার্তায় সিদ্দিকুল্লা চৌধুরী শাসক দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘‘মন্তেশ্বর ব্লকের যুব তৃণমূলের নেতা আহমেদ হোসেন শেখের নাম দিয়েছিলাম ৷ প্রতিটি গ্রামের বুথ লেভেলে তাঁর কর্মী আছে ৷ গ্রামে যাতে মারামারি না হয় তাই গত 15-16 মাস ধরে তিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ৷ কিন্তু, আহমেদ হোসেনকে বাদ দিয়ে আজিজুল রহমানকে মন্তেশ্বর ব্লকের সভাপতি করা হয়েছে ৷ আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার ইলেকশনে যে সমস্ত বিজেপি এবং সিপিএম নেতারা ঝামেলা করেছিল তাঁরাই কায়দা করে আজিজুলের পাশে দাঁড়িয়েছে ৷ পঞ্চায়েত ভোটে জিততে হলে আহমেদ হোসেন ছাড়া ভালো ফল করা যাবে না ৷’’
সিদ্দিকুল্লা দাবি করেছেন, মন্তেশ্বর ব্লকে আজিজুল রহমানের কোনও সংগঠন নেই ৷ তবে, তাঁর সঙ্গে কোনও বিরোধও নেই বলে দাবি করেছেন সিদ্দিকুল্লাহ ৷ ওই ভিডিয়ো বার্তায় একটি গুরুতর অভিযোগ করেছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘ আমার কাছে খবর আসছে আহমেদ হোসেনকে খুন করার পরিকল্পনা করেছে বিজেপি ও সিপিএম ৷ তারা তৃণমূল কংগ্রেসের জার্সি পরে এই ছক কষছে ৷ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি ৷ মুখ্যমন্ত্রীকেও জানাব বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য ৷ এখানে পুলিশকে বলব নিরপেক্ষ থাকার জন্য ৷’’