পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামীকাল থেকে বর্ধমানে পাঁচ ঘণ্টার জন্য খুলবে দোকানপাট - Purba Bardhaman

আগামীকাল থেকে পূর্ব বর্ধমানে প্রতিদিন বেলা 12 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত দোকান খোলা থাকবে। বড় দোকানগুলির ক্ষেত্রে 25 শতাংশ কর্মী নিয়ে কাজকর্ম করা হবে।

ছবি
ছবি

By

Published : May 14, 2020, 10:59 PM IST

বর্ধমান, 14 মে : দিনে পাঁচ ঘণ্টার জন্য আগামীকাল থেকে দোকানপাট খোলা হবে । আজ বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি জেলা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে । সেখানেই সিদ্ধান্ত হয়, আগামীকাল থেকে দিনে বেলা বারোটা থেকে বিকাল 5 টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা হবে।

লকডাউনের জেরে চরম সমস্যায় পড়েছেন পূর্ব বর্ধমান জেলায় ব্যবসায়ীরা। পাশাপাশি যেসব কর্মচারীরা নানা দোকানে কাজকর্ম করেন, তাঁরাও পড়েছেন সমস্যায়। বন্ধ রুজি রোজগার । এই পরিস্থিতিতে আজ জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির তরফে জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয় । বলা হয়, সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁদের যেন দোকান খুলতে নির্দেশ দেওয়া হয় । আজ উভয় পক্ষের বৈঠকের পর দোকান খোলার অনুমতি দিয়েছে প্রশাসন। তবে জেলা প্রশাসনের তরফে বেশকিছু নিয়মকানুন বেঁধে দেওয়া হয়েছে । আগামীকাল থেকে প্রতিদিন বেলা 12 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত দোকান খোলা থাকবে। পাশাপাশি মাস্কর ব্যবহার, সামাজিক দূরত্ব, প্রাথমিক সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে । অন্যদিকে, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি লকডাউন কমিটি গঠন করা হয়েছে । ব্যবসায়ীরা নিয়ম মেনে কাজকর্ম করছে কিনা তা দেখবে এই কমিটি ।

এবিষয়ে বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির উন্নয়ন সম্পাদক বিশ্বেশ্বর চৌধুরী বলেন, "প্রশাসন দোকান খোলার অনুমতি দেওয়ায় আমরা খুশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি বড় দোকানগুলির ক্ষেত্রে 25 শতাংশ কর্মী নিয়ে কাজকর্ম করা হবে । প্রতিটি দোকানকে স্যানিটাইজ় করতে হবে। দোকানে ভিতরে বেশি ভিড় করা যাবে না । বাইরেও একটা নির্দিষ্ট দূরত্বে খদ্দেরকে দাঁড়াতে হবে। আমরা সমস্ত দোকানের কর্মীদের বুঝিয়ে দিয়েছি, যাতে প্রশাসনের নির্ধারিত নিয়ম কোনওভাবেই ভাঙা না হয়। এই সময় প্রশাসনের পাশে থেকে প্রশাসনকে সাহায্য করতে চাই।"

ABOUT THE AUTHOR

...view details