পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"তৃণমূলের কাছে বন্ধক রাখা মেরুদণ্ড ফিরিয়ে দিয়ে গেলাম"

গত বৃহস্পতিবার বাম ছাত্র ও যুবদের নবান্ন অভিযানে পুলিশি লাঠিচার্জের সময় জখম হন মইদুল । 15 তারিখ সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় । এই ঘটনার প্রতিবাদে গতকাল বর্ধমান থানা ঘেরাও অভিযান করে এসএফআই ও ডিওয়াইএফআই নেতা কর্মীরা । পুলিশের জন্য "তৃণমূলের কাছে বন্ধক রাখা মেরুদণ্ড ফিরিয়ে দিয়ে গেলাম" একটি ব্যানার থানায় রেখে আসে বিক্ষোভকারীরা ।

"তৃণমূলের কাছে বন্ধক রাখা মেরুদণ্ড ফিরিয়ে দিয়ে গেলাম"
"তৃণমূলের কাছে বন্ধক রাখা মেরুদণ্ড ফিরিয়ে দিয়ে গেলাম"

By

Published : Feb 18, 2021, 12:53 PM IST

বর্ধমান, 18 ফেব্রুয়ারি : এখনও মইদুল ইসলাম মিদ্দার কবর শুকায়নি । তাঁর কবর শুকানোর আগেই অভিযুক্ত পুলিশ কর্মীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে । একজন খুনিকে খুনের অপরাধে শাস্তি দেওয়া হোক । এই দাবিতে গতকাল থানা ঘেরাও অভিযান করে এসএফআই ও ডিওয়াইএফআই কর্মীরা । তাদের বার্তা, "তৃণমূলের কাছে বন্ধক রাখা মেরুদণ্ড ফিরিয়ে দিয়ে গেলাম" ।

চলতি মাসের 11 তারিখে বাম ছাত্র ও যুব সংগঠনের তরফে নবান্ন অভিযান কর্মসূচি হয় । কলকাতার রাজপথে পুলিশ-অভিযানকারীদের মধ্যে ধস্তাধস্তি, লাঠিচার্জ হয় । আর ওই লাঠিচার্জের সময় লাঠির আঘাতে গুরুতর জখম হন বাম কর্মী মইদুল ইসলাম মিদ্দা । পরে তাঁকে চিকিৎসার জন্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই 15 তারিখে মৃত্যু হয় মইদুলের ।

আরও পড়ুন : মইদুলের মৃত্যু তদন্তের দাবিতে বারাসত থানা ঘেরাও বামেদের

ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক । দাবি জানিয়ে গতকাল মিছিল করে এসএফআই ও ডিওয়াইএফআই নেতা কর্মীরা বর্ধমান থানা ঘেরাও অভিযান করে । পুলিশ যাবতীয় অপ্রীতিকর ঘটনা ঠেকাতে থানার সামনে ব্যারিকেড বসায় । সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল । বিক্ষোভকারীরা জানায়, পুলিশ তার মেরুদণ্ড তৃণমূলের কাছে বন্ধক রেখেছে । দলদাসে পরিণত হয়েছে । তাদের মেরুদণ্ড ফিরিয়ে দেওয়া হল । যাতে মইদুল ইসলাম মিদ্দার মৃত্যুর সঠিক তদন্ত করতে ও দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে ।

তাদের দাবি, 11 ফেব্রুয়ারি কর্মসংস্থানের দাবি নিয়ে নবান্ন অভিযান করতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে প্রাণ গেল মইদুল ইসলাম মিদ্দার, তা অত্যন্ত নিন্দনীয় । এদিন বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক । তা না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে ।

ABOUT THE AUTHOR

...view details